• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স


ক্রীড়া ডেস্ক অক্টোবর ২০, ২০১৮, ১১:০৬ এএম
মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স

ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আসছে মৌসুমের জন্য রোহিত শর্মার দল দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কককে দলে ভিড়িয়েছে। শুধু মোস্তাফিজ নয়, মুম্বাই শ্রীলঙ্কার স্পিনার আকিলা ধনঞ্জয়াকেও না রাখার সিদ্ধান্ত নিয়েছে। ডি কক গত আসরে খেলেছিলেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। এবার তাঁর নতুন ঠিকানা মুম্বাই ইন্ডিয়ান্স।

তবে মোস্তাফিজ আবার আইপিএলে খেলবেন কিনা সেটি নিশ্চিত নয়। কারণ এর মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) জানিয়েছে, তারা খুব সহজেই আর মোস্তাফিজকে ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলার অনুমোদন দেবে না। এর অন্যতম কারণ চোট। শেষবার মুম্বাই থেকে চোট নিয়ে দেশে ফিরেছিলেন মোস্তাফিজ। এজন্য ভুগতে হয়েছিল বাংলাদেশকে। ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ মিস করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজ সফরেও শুরুর দিকে ছিলেন না মোস্তাফিজ। তাই এবার তাঁকে আইপিএলে অন্য দল পেতে চাইলেও বিসিবি ছাড়বে কিনা সে প্রশ্ন থাকছেই।

মোস্তাফিজ ২০১৬ সালে প্রথমবার আইপিএলে খেলেন। সেবার সানরাইজার্স হায়দরাবাদের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে দারুন ভুমিকা রাখেন। টুর্নামেন্টে সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কারও পেয়েছেন মোস্তাফিজ। পরের আসরে অবশ্য হতাশায় কেটেছে তাঁর। হায়দরাবাদের হয়ে এক ম্যাচের বেশি খেলতে পারেননি।

এরপর ২ কোটি ২০ লাখ টাকায় মোস্তাফিজকে কিনে নেয় মুম্বাই। শুরুর দিকে ভালো করলেও মুম্বাই যেমন ভাগ্যের সহায়তা পাননি একইভাবে মোস্তাফিজও। নিজেকে নিংড়ে দিয়েও সেরাটা দেখাতে পারেননি। উপরুন্তু চোট নিয়ে দেশে ফিরেছেন।


সোনালীনিউজ/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!