• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘ম্যাচ ফিক্সিংয়ের মূল অনেক গভীরে’


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১৪, ২০১৭, ০৪:১৩ পিএম
‘ম্যাচ ফিক্সিংয়ের মূল অনেক গভীরে’

ঢাকা: ফিক্সিং কাণ্ডে ব্রিবত পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিভিন্ন সময় দেশটির অনেক তারকা ক্রিকেটারের বিপক্ষে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠেছে। ম্যাচ গড়াপেটার দায়ে নিষিদ্ধ হয়েছেন হয়েছেন তারকা ক্রিকেটার। এ থেকে রেহায় পায়নি পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। দেশটির সাবেক অধিনায়ক ওয়াকার ইউনিস বলেছেন, ক্রিকেটে এখনো ফিক্সিং হচ্ছে। ম্যাচ গড়াপেটা কমিয়ে আনতে সমন্বিত উদ্যোগের ওপরও জোর দেন তিনি।

পাকিস্তান দলের কোচের দায়িত্ব পালন করা ওয়াকার বলেন, স্পট ফিক্সিং পাকিস্তান ক্রিকেটের ইমেজকে দারুণভাবে ক্ষুন্ন করেছে।

পিএসএল ফ্র্যাঞ্চাইজি ইসলামাবাদ ইউনাইটেডের এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ম্যাচ ফিক্সিংয়ের মূল অনেক গভীরে। এখনো সকল পর্যায়ের ক্রিকেটে ফিক্সিং হচ্ছে। সুতরাং সমন্বিতভাবে এটা উৎখাতে আমাদের সমন্বিত উদ্যগ প্রয়োজন।’

পিএসএলের আসন্ন তৃতীয় আসরে ইউনাইটেডের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করতে যাওয়া ওয়াকার ম্যাচ ফিক্সিংয়ের বিষয়ে নজর রাখবেন এবং তরুণ ক্রিকেটারদের মনিটরিং করবেন বলেও উল্লেখ করেন।

তিনি বলেন, ‘আমার প্রধান কাজ হবে মাঠে এবং মাঠের বাইরে খেলোয়াড়দের গাইড করা এবং এ সকল নোংড়া কাজ থেকে দূরে থেকে কিভাবে সুন্দর একটা ক্যারিয়ার গড়া যায় সে বিষয়ে তাদের বলা।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!