• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যশোরে দৃষ্টিপ্রতিবন্ধীদের ক্রিকেট যুদ্ধ


যশোর প্রতিনিধি অক্টোবর ১৫, ২০১৬, ১০:৩২ এএম
যশোরে দৃষ্টিপ্রতিবন্ধীদের ক্রিকেট যুদ্ধ

যশোরে দৃষ্টিপ্রতিবন্ধীদের টি-২০ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে আজ শনিবার। রাজশাহী ব্লাইন্ড ক্রিকেট ক্লাব ও যশোর ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের মধ্যকার এ ম্যাচটি যশোর ঈদগাহ মাঠে আয়োজন করতে গতকাল শুক্রবার সংবাদ সম্মেলন করেন আয়োজকরা।

যশোর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের প্রশিক্ষণ ও পুনর্বাসন পরিচালক ফজলে রাব্বি মোপাশা বলেন, শনিবার বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে যশোর ব্লাইন্ড ক্রিকেট ক্লাব এ ম্যাচের আয়োজন করেছে। ১১ জন ক্রিকেট খেলোয়াড়ের মধ্যে ৪ জন বি-১ ক্যাটাগরির অর্থাৎ তারা সম্পূর্ণ দৃষ্টিশক্তিহীন, কিছুই দেখতে পায় না। বি-২ ক্যাটাগরির ৩ জন। এরা ৭ মিটার পর্যন্ত ক্ষণস্থায়ীভাবে কিছুই দেখতে পারে না। আর বি-৩ এ ৪ জন খেলোয়াড় রয়েছেন যারা ১৫ মিটার পর্যন্ত স্থায়ীভাবে দেখতে পারেন।

সাধারণত বি-৩ এর খেলোয়াড়রা থার্ডম্যান এ ফিল্ডিং করে থাকে। উইকেট কিপিংয়ে বি-২/বি-৩ খেলোয়াড়দের মধ্যে দায়িত্ব পালন করেন। সব ক্যাটাগরির খেলোয়াড় বোলিং করতে পারেন। বি-১ ক্যাটাগরির খেলোয়াড় ব্যাটিং করলে তারা ৪ মারলে ৮ রান যোগ হয়। এটি আন্তর্জাতিক ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের আইন।

তিনি আরও বলেন, ১৯২২ সালে অস্ট্রেলিয়ায় ব্লাইন্ড ক্রিকেটের যাত্রা শুরু হলেও বাংলাদেশে এর সূচনা হয় ২০০০ সালে। সে বছরের ৬ নভেম্বর সাতদিন ব্যাপী প্রশিক্ষণ নিয়ে ১২ নভেম্বর বাংলাদেশ জাতীয় দল ভারতের বিপক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচ খেলে। এরপর ২০০৮ সালের ১৭ মে বাংলাদেশে ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল (বিবিসিসি) প্রতিষ্ঠিত হয়। এর মাধ্যমে দেশে ১৪টি ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে। যশোর ও রাজশাহী এর মধ্যে অন্যতম। এ দুটি দলের খেলোয়াড়রা জাতীয় ও টি-২০ বিশ্বকাপে সুযোগ পেয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন যশোর ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক আকসাদ সিদ্দিকী শৈবাল, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাসেল, ক্রীড়া সম্পাদক আজিমুল হক, সদস্য মিজানুর রহমান, যশোর ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের অধিনায়ক মনিরুজ্জামান ও রাজশাহী ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের অধিনায়ক রবিউল ইসলাম প্রমুখ।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!