• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘যাদের সুনাম আছে বদনাম তো তাদেরই হয়’


ক্রীড়া প্রতিবেদক জুলাই ১৬, ২০১৭, ০৮:৫৫ পিএম
‘যাদের সুনাম আছে বদনাম তো তাদেরই হয়’

ঢাকা: নাসির হোসেন। দেশের অত্যন্ত সম্ভাবনাময় এক ক্রিকেটার। ২০১১ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচে অভিষেকের দুই মাস পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবার সাদা পোশাকে খেলতে নামেন। যিনি অনূর্ধ্ব-১৩, ১৫, ১৭ ও ১৯ দলে খেলে নিজের যোগ্যতা দিয়েই জাতীয় দলের জার্সি গায়ে জরিয়েছেন। কিন্তু গত বছর থেকেই মূল দলে অনিয়মিত। এ নিয়ে শোনা যায় নানা গল্প। তবে ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা সফরের জন্য শুরু হওয়া কন্ডিশনিং ক্যাম্পে জায়গা পেয়েছেন।

রোববার (১৬ জুলাই) মিরপুরে কন্ডিশন ক্যাম্পে অনুশীলন শেষে সাংবামাধ্যমের মুখোমুখি হন অলরাউন্ডার নাসির হোসেন। তিনি বলেন, ‘ফিটনেস নিয়ে কাজ করছি। ইনশাআল্লাহ আমরা যদি তিন সপ্তাহ ফিটনেস ট্রেনিং ভালোমত করতে পারি তাহলে আগামী একটা বছর টিকে থাকতে পারব।’

এক প্রশ্নের জবাবে নাসির বলেন, ‘যাদের সুনাম আছে বদনাম তো তাদেরই হয়। আমাকে একেক জন একেক চোখে দেখবে-এটাই স্বাভাবিক। এ নিয়ে আমি মাথা ঘামায় না। তাছাড়া  ফেসবুক, প্রত্রিকা আমি অনুসরণ করি না। ক্রিকেট খেললে এসব মাথায় রাখা উচিত না। খেলার বাইরে মাঝে মাঝে কথাগুলো মাথায় আসে। তবে মাঠে খেলতে গেলে এগুলো একদমই মাথায় থাকে না।’

নিজের জনপ্রিয়তা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি জানি না মানুষ কেন আমাকে ভালোবাসেন। তবে এটাই আমার বড় পাওয়া। এটা সবার ভাগ্যে জোটে না। আমি ভক্ত-সমর্থকদে কাছে অনেক কৃতজ্ঞ। আমি চেষ্টা করব ভালবাসার প্রতিদান দিতে। জাতীয় দলে যাতে নিয়মিত হতে পারি সেই চেষ্টা করছি।’

নাসির বলেন, ‘শুধু ক্রিকেটের ক্ষেত্রে না, একজন স্পোর্টসম্যান হিসেবে এবং খেলাধুলার বাইরেও যদি একজন মানুষ হিসেবে থাকতে চান তাহলে ফিটনেস থাকা জরুরী। যেহেতু আমরা খেলোয়াড়, ভালো পারফর্ম করার জন্য ফিটনেস ৬০ ভাগ সাহায্য করে। ফিটনেস আমাদের সবার জরুরি। আমরা ফিটনেসে সবাই ভালো করছি।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!