• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রের অর্থ আত্মসাত মামলাতেও এরশাদ খালাস


নিজস্ব প্রতিবেদক মে ৯, ২০১৭, ০৩:৫৮ পিএম
রাষ্ট্রের অর্থ আত্মসাত মামলাতেও এরশাদ খালাস

ঢাকা: রাষ্ট্রপতি থাকাকালে রাষ্ট্রের অর্থ আত্মসাত মামলায় বেকসুর খালাস পেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। মঙ্গলবার (৯ মে) বিকেলে হাইকোর্টের বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন।

গত তিন সপ্তাহের ব্যবধানে দুটি মামলায় খালাস পেলেন এরশাদ। গত ১৯ এপ্রিল বিমানের রাডার ক্রয় দুর্নীতির মামলা তিনি খালাস পেয়েছিলেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান। অন্যদিকে এরশাদের পক্ষে ছিলেন আইনজীবী সিরাজুল ইসলাম।

মামলা সূত্রে জানা যায়, ১৯৮৩ সালের ১১ ডিসেম্বর থেকে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রপতি থাকাকালে বিভিন্ন উপহার সামগ্রী রাষ্ট্রীয় কোষাগারে জমা দেননি এরশাদ। এ ঘটনায় ১৯৯১ সালের ৮ জানুয়ারি সেনানিবাস থানায় তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর উপপরিচালক সালেহ উদ্দিন আহমেদ মামলা করেন। এতে এরশাদের বিরুদ্ধে এক কোটি ৯০ লাখ ৮১ হাজার ৫৬৫ টাকা আর্থিক অনিয়মের অভিযোগ আনা হয়।

মামলাটিতে ১৯৯২ সালের ৩ ফেব্রুয়ারি ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালতে এরশাদের তিন বছরের সাজা হয়। এই রায়ের বিরুদ্ধে ১৯৯২ সালে হাইকোর্টে আপিল করেন এরশাদ।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!