• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রেকর্ড গড়ে লন্ডন ম্যারাথন জিতলেন কেইতানি


ক্রীড়া ডেস্ক এপ্রিল ২৩, ২০১৭, ০৭:০২ পিএম
রেকর্ড গড়ে লন্ডন ম্যারাথন জিতলেন কেইতানি

ঢাকা: রেকর্ড গড়ে লন্ডন মহিলা ম্যারাথনের শিরোপা জিতলেন কেনিয়ার দূরপাল্লার দৌড়বিদ মেরি কেইতানি। রোববার (২৩ এপ্রিল) লন্ডনে অনুষ্ঠিত মহিলাদের একমাত্র ম্যারাথনে ২ ঘন্টা ১৭ মিনিট এক সেকেন্ড সময় নেন এই প্রমিলা অ্যাথলেট।

আগে নিউইয়র্কে তিনটি শিরোপা জয় করা ৩৫ বছর বয়সী এই মহিলা দৌঁড়বিদ ইথিওপিয়ার কিংবদন্তী তিরুনেশ দিবাবাবাকে প্রায় এক মিনিটের ব্যবধানে পিছিয়ে রেখেছেন।

১০ মাইলের এই দৌঁড়ের শুরুতে কেইতানি আপন গতিতে এগিয়ে গেলেও ধীরে ধীরে তাকে গ্রাস করেন দিবাবা। তার ধারণা ছিল- আগেই শক্তি ক্ষয় করার কারণে কেইতানি হয়তোবা শেষভাগে গিয়ে হার মানবেন। তবে তা হয়নি। বরং শেষভাগে এসে ফের আরেকবার গতি বাড়িয়ে দিয়ে সবার আগে নির্ধারিত দূরত্ব অতিক্রম করেন কেনিয়ার এই প্রমিলা অ্যাথলেট।

শেষ মুহূর্তে এসে অবশ্য দিবাবাবাও তার গতি বাড়িয়ে দিয়েছিলেন, তবে কেইতানিকে হারানোর জন্য সেটি যথেষ্ট ছিল না।

ভিডিওতে দেখুন:

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!