• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রেটিং কমলেও নবম স্থানেই টাইগাররা


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ১৩, ২০১৭, ০৯:০৮ পিএম
রেটিং কমলেও নবম স্থানেই টাইগাররা

ঢাকা: পঞ্চম দিন দ্বিতীয় সেশন পর্যন্ত লড়াই করে হায়দারাবাদ টেস্ট স্বাগতিক ভারতের কাছে হেরেছে সফরকারি বাংলাদেশ। এই হারে ১ রেটিং পয়েন্ট হারিয়েছে মুশফিকরা। তবে র‌্যাংকিংয়ে রয়েছে আগের অবস্থানেই। ৬১ রেটিং নিয়ে নবমস্থানে রয়েছে টাইগাররা।

সিরিজের একমাত্র টেস্ট ২০৮ রানে জিতে মাত্র ১ রেটিং বাড়িয়ে নিতে পেরেছে শীর্ষস্থানে থাকা ভারত। তাদের বর্তমান রেটিং এখন ১২১। ভারতের পরই র‌্যাংকিং তালিকার দ্বিতীয়স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তৃতীয়স্থানে আছে দক্ষিণ আফ্রিকা।

এরপর চতুর্থ থেকে অষ্টম পর্যন্ত তালিকায় আছে যথাক্রমে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজের। ক্যারিবীয়দের সাথে বাংলাদেশের রেটিং ব্যবধান এখন গিয়ে দাড়াঁলো ৮-এ।

আইসিসি টেস্ট র‌্যাংকিং:

র‌্যাংকিং   দল              রেটিং
১           ভারত            ১২১
২           অস্ট্রেলিয়া        ১০৯
৩       দক্ষিণ আফ্রিকা     ১০৭
৪           ইংল্যান্ড          ১০১
৫        নিউজিল্যান্ড       ৯৮
৬         পাকিস্তান          ৯৭
৭          শ্রীলংকা           ৯২
৮       ওয়েস্ট ইন্ডিজ      ৬৯
৯        বাংলাদেশ          ৬১
১০       জিম্বাবুয়ে          ০৫

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!