• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রোনালদোর গ্রুপে নেইমার, বার্সার প্রতিপক্ষ চেলসি


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ১১, ২০১৭, ০৭:৫৪ পিএম
রোনালদোর গ্রুপে নেইমার, বার্সার প্রতিপক্ষ চেলসি

ফাইল ছবি

ঢাকা: উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোতে সাক্ষাৎ হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদ আর নেইমারের প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি)। লিওনেল মেসির বার্সেলোনার গ্রুপে পড়েছে চেলসি। সোমবার (১১ ডিসেম্বর) সুইজারল্যান্ডের নিঁয়তে নকআউট পর্বের ড্র সম্পন্ন হয়েছে।

ড্র অনুযায়ী ইংলিশ প্রিমিয়ার লীগের শির্ষ পয়েন্টধারী ম্যানচেস্টার সিটি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে সুইজারল্যান্ডের বাসেলকে। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ স্পেনের সেভিয়া। প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি মোকাবেলা করবে স্পেনের লা লীগা জায়ান্ট বার্সেলোনার। লীগের অপর দুই দল টোটেনহ্যাম ও লিভারপুল মোকাবেলা করবে যথাক্রমে ইতালীর জুভেন্টাস ও পর্তুগাল জায়ান্ট পোর্তোর।

এছাড়া জার্মানীর বুন্দেসলীগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ মোকাবেলা করবে তুরস্কের ক্লাব বেসিকতাসের। লা লীগার দ্বিতীয় শির্ষ দল রিয়াল মাদ্রিদ মোকাবেলা করবে নেইমারের লীগ ওয়ানের ক্লাব প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি)। ইতালীর সিরি এ লীগের জায়ান্ট রোমা প্রতিদ্বন্দ্বীতা করবে ইউক্রেনের শাকতার দোনেৎস্কের।

উল্লেখ্য এবারের চ্যাম্পিয়ন্স লীগে রেকর্ড সংখ্যক ৫টি ক্লাব অংশ নিচ্ছে ইংলিশ প্রিমিয়ার লীগ থেকে। যাদের সবগুলো ক্লাবই শেষ ষোলতা জায়াগা পেয়েছে। এছাড়া স্পেনের লা লীগা থেকে শেষ ষোলতে জায়গা পেয়েছে তিনটি ক্লাব।

কে কার মুখোমুখি

রিয়াল মাদ্রিদ  বনাম  পিএসজি
চেলসি  বনাম  বার্সেলোনা
জুভেন্টাস  বনাম  টটেনহাম
বায়ার্ন মিউনিখ  বনাম  বেসিকতাস
সেভিয়া  বনাম ম্যানচেস্টার ইউনাইটেড
বাসেল  বনাম  ম্যানচেস্টার সিটি
এফসি পোর্তো  বনাম  লিভারপুল
শাখতার দোনেস্ক  বনাম  এএস রোমা

শেষ ষোলোর প্রথম লেগ হবে ১৩, ১৪, ২০ ও ২১ ফেব্রুয়ারি

দ্বিতীয় লেগ হবে  ৬, ৭, ১৩ ও ১৪ মার্চে  

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!