• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রোনালদোর রাতে রিয়ালের ত্রাতা মার্সেলো


ক্রীড়া ডেস্ক এপ্রিল ৩০, ২০১৭, ১০:৩২ এএম
রোনালদোর রাতে রিয়ালের ত্রাতা মার্সেলো

ঢাকা : পেনাল্টি মিস করেছেন, নষ্ট করেছেন গোলের সহজ কিছু সুযোগ। তারপরও শনিবার রাতটা হয়ে থাকল ক্রিশ্চিয়ানো রোনালদোর। এক গোল করেই ইতিহাসে ঢুকে গেলেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ সুপারস্টার। তবে রোনালদোর কীর্তিটা ব্যক্তিগত। আরেকটি অঘটনের হাত থেকে রিয়ালকে বাঁচিয়েছেন এদিন মার্সেলো।

ভালেন্সিয়ার মাঠে ক্রিস্তিয়ানো রোনালদোর গোলে এগিয়ে যাওয়ার পর শেষ দিকে গোল খেয়ে হোঁচট খেতে বসেছিল রিয়াল মাদ্রিদ। তবে মার্সেলোর গোলে শেষ পর্যন্ত পুরো তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে জিনেদিন জিদানের দল।

সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার স্থানীয় সময় বিকালে শুরু হওয়া ম্যাচে ২-১ গোলে জিতেছে রিয়াল। এই জয়ে প্রতিশোধ নেওয়ার পাশাপাশি আপাতত শীর্ষেও উঠে গেছে তারা। ফেব্রুয়ারিতে ভালেন্সিয়ার মাঠে ২-১ গোলে হেরে গিয়েছিল রিয়াল।

ম্যাচের শুরুতেই স্বাগতিকদের ভয় ধরিয়ে দিয়েছিল ভালেন্সিয়া। সের্হিও রামোস বল বিপদমুক্ত করতে ব্যর্থ হলে পেয়ে যান সান্তি মিনা। স্পেনের এই ফরোয়ার্ডের প্রথম শট গোলরক্ষক কেইলর নাভাস পা দিয়ে ঠেকানোর পর ফিরতি শট পোস্টে লাগলে বেঁচে যায় রিয়াল।

প্রথম ২০ মিনিটে ভালেন্সিয়া আরও কয়েকটি আক্রমণ করলেও তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। ধীরে ধীরে গুছিয়ে ওঠা রিয়াল এগিয়ে যায় ২৭তম মিনিটে; ডান দিক থেকে দানি কারবাহালের ক্রসে হেডে বল জালে জড়ান রোনালদো।

এবারের লিগে রোনালদোর এটি ২০তম গোল। তালিকায় শীর্ষে থাকা লিওনেল মেসির গোল ৩৩টি। ২৪ গোল করে দ্বিতীয় স্থানে তার সতীর্থ লুইস সুয়ারেস।

দ্বিতীয়ার্ধের দশম মিনিটে একজনকে কাটিয়ে করিম বেনজেমার নেওয়া শট পোস্টে বাধা পায়। পরক্ষণেই স্প্যানিশ মিডফিল্ডার দানি পারেহো পিছন থেকে লুকা মদ্রিচকে ফেলে দিলে পেনাল্টি পায় রিয়াল। কিন্তু রোনালদোর দুর্বল স্পটকিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক দিয়েগো আলভেস।

হামেস রদ্রিগেস ও বেনজেমাকে বসিয়ে সাম্প্রতিক সময়ে ছন্দে থাকা মার্কো আসেনসিও ও আলভারো মোরাতাকে নামান কোচ।

৭৮তম মিনিটে বাঁ-দিক থেকে আসেনসিওর গোলমুখে বাড়ানো ক্রস কাজে লাগে ছুটে গিয়েছিলেন রোনালদো; কিন্তু বলে পা লাগাতে পারেননি, উল্টো পোস্টে ধাক্কা লেগে ব্যথা পান।

চার মিনিট পরেই বের্নাবেউকে স্তব্ধ করে দিয়ে সমতায় ফেরে ভালেন্সিয়া। চমৎকার ফ্রি-কিকে বল জালে জড়ান স্পেনের মিডফিল্ডার। গোলরক্ষক নাভাস ঝাঁপিয়ে বলে হাত লাগালেও ঠেকাতে পারেননি।

৮৬তম মিনিটে আড়াআড়ি দৌড়ে দুজনকে ফাঁকি দিয়ে জোরালো শটে জয়সূচক গোলটি করেন ব্রাজিলের ডিফেন্ডার মার্সেলো। এই জয়ে শিরোপা ভাগ্য নিজেদের হাতেই রাখলো ৩৪ ম্যাচে ৮১ পয়েন্ট পাওয়া রিয়াল।

দিনের শেষ ম্যাচে এসপানিওলকে ৩-০ গোলে হারানো বার্সেলোনার পয়েন্ট সমান। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে ফের শীর্ষে উঠেছে এক ম্যাচ বেশি খেলা কাতালান ক্লাবটি।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!