• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লিটনের সেঞ্চুরির কাছে ব্যর্থ নাঈমের সেঞ্চুরি


ক্রীড়া প্রতিবেদক মে ১৭, ২০১৭, ০৯:৫৭ পিএম
লিটনের সেঞ্চুরির কাছে ব্যর্থ নাঈমের সেঞ্চুরি

ঢাকা: একই ম্যাচে দুটি সেঞ্চুরি। একজন জয়ী দলের অন্যজন পরাজিত দলের। প্রথমজন আবাহনীর লিটন দাস। অপরজন লিজেন্ডস অব রুপগঞ্জের অধিনায়ক নাঈম ইসলাম। সেঞ্চুরির করার অনুভূতি দু’জনের কাছে ধরা দিয়েছে আলাদা করে। এদিন আবাহনীর ৩৩৩ রানের পিছু নিয়ে রুপগঞ্জকে থামতে হয়েছে ২৮৪ রানে। ৪৯ রানে ম্যাচটি জিতে নিয়েছে আবাহনী।

বিকেএসপির চার নম্বর মাঠে আগে ব্যাট করতে নেমে লিটন দাসের সেঞ্চুরির সৌজন্যে আবাহনী স্কোরবোর্ডে তোলে ৩৩৩ রান। ১০১ বলে ২০ চার আর তিন ছক্কায় ১৩৬ রানের ইনিংস খেলেন লিটন। অবশ্য আরেক ওপেনার  সাদমান ইসলামের অবদানও কম নয়। তিনি ৮৫ রান করেছেন ৮৩ বলে। সাত বাউন্ডারির পাশাপাশি ছক্কা মেরেছেন পাঁচটি। ৩০ রানের বিনিময়ে তিন উইকেট নিয়েছেন মোশাররফ হোসেন।

জবাবে রুপগঞ্জকে শুরুর ধাক্কা কাটিয়ে  ম্যাচে রেখেছিলেন নাঈম ইসলাম। কিন্তু শেষ রক্ষা হয়নি। তাদের নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেটে ২৮৪ রানে থামতে হয়েছে। বিফলে গেছে নাঈমের সেঞ্চুরি। তিনি ১২৩ রান করেছেন ১১৯ বলে ১১ চার আর তিন ছক্কায়। পাশপাশি ৬৭ রান করেছেন মোশাররফ হোসেন। ৪৪ রানে তিন উইকেট নিয়েছন আবু  জায়েদ। ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন লিটন।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!