• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শান্ত ও রনির রঙিন অভিষেক


ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ২০, ২০১৮, ০৬:৩১ পিএম
শান্ত ও রনির রঙিন অভিষেক

ছবি: সংগৃহীত

ঢাকা: সাদা পোশাকে আগেই অভিষিক্ত হয়েছিলেন। এবার রঙিন পোশাকে অভিষেক হলো বাঁ-হাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত । এদিন ওয়ানডে ক্রিকেটে অভিষেক হলো বাঁ-হাতি পেসার আবু হায়দার রনিরও। এশিয়া কাপ ক্রিকেটের ১৪তম আসরের ষষ্ঠ ও ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে অভিষেক হয় শান্ত ও রনির।

আফগানদের বিপক্ষে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের পরিবর্তে দলে সুযোগ পান শান্ত ও রনি। বাংলাদেশের ১২৬ ও ১২৭তম খেলোয়াড় হিসেবে ওয়ানডে অভিষেক ঘটলো শান্ত ও রনির। ইতোমধ্যে অন্য ফরম্যাটে জাতীয় দলের জার্সি পড়েছেন শান্ত ও রনি।

২০১৭ সালে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক ঘটে শান্তর। ওই ম্যাচে ৩০ রান করেন তিনি। এরপর আরও কোন টেস্ট খেলতে পারেননি ২০ বছর বয়সী শান্ত। ঘরোয়া আসরে লিস্ট ‘এ’তে ৭১ ম্যাচে ৬টি সেঞ্চুরি ও ৭টি হাফ-সেঞ্চুরিতে ২২৬৪ রান করেছেন শান্ত।

বাংলাদেশের হয়ে ১০টি টি-২০ খেলেছেন রনি। ১০ ম্যাচে ৫ উইকেট শিকার করেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫৪ ম্যাচে ৯৫ উইকেট শিকার করেন রনি।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!