• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

শাহজালাল ইসলামী ব্যাংকে চাঁদাবাজি, আটক ১৬


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২২, ২০১৭, ০৯:১৬ পিএম
শাহজালাল ইসলামী ব্যাংকে চাঁদাবাজি, আটক ১৬

ঢাকা: শাহজালাল ইসলামী ব্যাংকের গুলশান শাখায় চাঁদাবাজির অভিযোগে ১৬ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- রিয়াজুল ইসলাম, দুলাল হোসেন, শহীদুল ইসলাম, আব্দুল মান্নান, লিপু আহমেদ, জিয়া উদ্দিন, মহারাজ, তোফাজ্জল হোসেন, শাহীন, মনির, দিপু, আল মাহমুদ, মিলন, জুলহাস, গিয়াস ও সজল।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেছেন, শুক্রবার(২২ সেপ্টেম্বর) দুপুরে ব্যাংকটির সামনে থেকে তাদের আটক করা হয়।

তিনি বলেন, শাহাজালাল ইসলামী ব্যাংকের গুলশান শাখাটি অন্যত্র শিফট করার কাজ চলছিল। এ কারণে ডেকোরেশন খুলে নেয়ার কাজ দেয়া হয়েছিল এক ঠিকাদার প্রতিষ্ঠানকে।

আসবাব খুলে নিতে গেল দলবল নিয়ে তাদের কাজে বাধা দিয়ে চাঁদা দাবি করে একটি গ্রুপ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চাঁদাবাজির অভিযোগে ১৬ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সোনালীনিউজ/ঢাকা/আতা

Wordbridge School
Link copied!