• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিশু কন্যা হত্যায় বাবার মৃত্যুদণ্ড


নেত্রকোনা প্রতিনিধি জুলাই ১৫, ২০১৮, ০৬:৩১ পিএম
শিশু কন্যা হত্যায় বাবার মৃত্যুদণ্ড

প্রতীকী ছবি

নেত্রকোনা: জেলার পূর্বধলায় প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজের শিশু কন্যাকে হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করেছেন।

রোববার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের বিচাকর কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় ঘোষণা করেন। এসময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। বর্তমানে তিনি জামিনে বের হয়ে পলাতক রয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, পূর্বধলা উপজেলার ধোবাহুগলা গ্রামের আব্দুর গণির ছেলে আবুল কাশেম।

আদালতের পিপি সাইফুল আলম প্রদীপ জানান, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে ২০০৯ সালের ১০ অক্টোবর রাতে আসামি আবুল কাশেম তার মেয়ে নাসিমাকে ঘুমন্ত অবস্থায় ধাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় স্ত্রীকেও কুপিয়ে জখম করে। এর দুই দিন পর ১২ অক্টোবর কাশেম বাদী হয়ে প্রতিপক্ষের ৬ জনকে আসামি করে পূর্বধলা থানায় একটি হত্যা মামল দায়ের করে।

পুলিশ তদন্ত শেষে বাদী কাশেমকেই একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে। আদালত ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় রোববার (১৫ জুলঅই) কাশেমের মৃতুদণ্ডের রায় ঘোষণা করেন। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করেছেন।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!