• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শীর্ষ স্থান সুসংহত করতে চায় চেলসি


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ২৪, ২০১৭, ০৪:৪১ পিএম
শীর্ষ স্থান সুসংহত করতে চায় চেলসি

ঢাকা: ব্রানলির বিপক্ষে আগের ম্যাচটি ১-১ গোলে ড্র করেছিলো চেলসি। এতে পয়েন্ট টেবিলে কোন ক্ষতি হয়নি তাদের। কারণ টেবিলের শীর্ষস্থান বেশ ভালোভাবেই কব্জায় আছে তাদের। সেটাকে আরও সুসংহত করতে শনিবার (২৫ ফেব্রুয়ারি) নিজেদের ২৬তম ম্যাচে সোয়ানসি সিটির মুখোমুখি হচ্ছে চেলসি।

পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থানটা আরও বেশি সুসংহত করাই প্রধান লক্ষ্য তাদের বলে জানালেন বার্সেলোনার সাবেক মিডফিল্ডার চেজে ফ্যাবিগ্রাস। তিনি বলেছেন, ‘আগের ম্যাচে আমরাই ভালো খেলেছি। তবে ভাগ্য সাথে না থাকায় হেরেছি। সোয়ানসির বিপক্ষে অনেক বেশি আক্রমণাত্মক খেলবো আমরা। আবারো জয়ের ধারায় ফিরতে চাই। এ সময় পয়েন্ট হারালে আমাদেরই ক্ষতি হবে। বর্তমানে বেশ ভালো অবস্থায় রয়েছি আমরা। এই ধারাটা অব্যাহত রাখতে পারলে আগেভাগেই শিরোপা জিতে নিতে পারবো।’

২৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫তম স্থানে রয়েছে সোয়ানসি। তারপরও প্রতিপক্ষকে শক্তহাতেই নিচ্ছেন ফ্যাবিগ্রাস, ‘প্রথম রাউন্ডের ফলাফল আমাদের সবারই মনে আছে। ২-২ গোলে ম্যাচটি ড্র হয়েছিলো। বর্তমানে সোয়ানসি যে অবস্থাতেই থাকুক না কেন, তারা বেশ শক্তিশালী দল। সোয়ানসিকে বড় দলের মতই দেখছি আমরা। সর্তকতার সাথেই আমাদের পুরো ম্যাচটি খেলতে হবে।’

পয়েন্ট টেবিলে অবস্থানটা ভালো না হলেও, প্রথম পর্বের ফলাফল থেকে আত্মবিশ্বাস বাড়িয়ে নেয়ার রসদ খুঁজছে সোয়ানসি সিটি। গেল বছরের সেপ্টেম্বরে নিজেদের মাঠে ৮০ মিনিট পর্যন্ত চেলসির বিপক্ষে ২-১ গোলে এগিয়েই ছিলো সোয়ানসি। শেষ পর্যন্ত ২-২ গোলে ম্যাচটি ড্র হয়। তাই ঐ ম্যাচের মতই ভালো খেলার ইচ্ছা রয়েছে তার দলের বলে জানালেন সোয়ানসির সুইডিস ডিফেন্ডার মার্টিন ওলসন, ‘ঐ ম্যাচের ভিডি ফুটেজ আমরা আবারো দেখেছি। প্রতিপক্ষের দুর্বল জায়গাগুলো খুঁজে বের করেছি। পরিকল্পনানুযায়ী খেলতে পারলে এবারও চেলসিকে আটকাতে পারবো আমরা। তাই ঐ ম্যাচটি আমাদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে।’

চেলসি-সোয়ানসির দিন আরও পাঁচটি ম্যাচ রয়েছে। ওয়েস্ট ব্রুমউইচ আলবিয়ন খেলবে এএফসি বার্নমাউথের বিপক্ষে, ব্রুনলির বিপক্ষে হাল সিটি, ক্রিস্টাল প্যালেস-মিডলসবরো,এভারটন-সান্ডারল্যান্ড, ওয়াটফর্ড-ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!