• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেষ মুহূর্তের গোলে জয়ে মৌসুম শুরু চেলসির


ক্রীড়া ডেস্ আগস্ট ১৬, ২০১৬, ১০:৪৯ এএম
শেষ মুহূর্তের গোলে জয়ে মৌসুম শুরু চেলসির

ইংলিশ প্রিমিয়ার লিগে দিয়েগো কস্তার শেষ মুহূর্তের গোলে জয় দিয়ে শুরু করেছে চেলসি। ওয়েস্ট হাম ইউনাইটেডের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে নতুন কোচ অ্যান্তোনিও কোন্তের শিষ্যরা। চেলসির হয়ে অন্য গোলটি করেন এডেন হ্যাজার্ড। আর ওয়েস্ট হামের হয়ে একমাত্র গোলটি আসে জেমস কলিনসের পা থেকে।

সোমবার রাতে মৌসুমের প্রথম ম্যাচে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ওয়েস্ট হামকে আতিথিয়েতা জানায় চেলসি। তবে ম্যাচে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ব্লুজদের ড্রয়ের শঙ্কা জাগে। কিন্তু অভিজ্ঞ স্ট্রাইকার কস্তা এ যাত্রা থেকে দলকে রক্ষা করেন।

এদিন ম্যাচের প্রথমার্ধে দু’দলের কেউই গোলের দেখা পায়নি। তবে বিরতির পর খেলার ৪৭ মিনিটে পেনাল্টি থেকে স্বাগতিকদের এগিয়ে নেন দলের বেলজিয়াম মিডফিল্ডার হ্যাজার্ড। তবে ৭৭ মিনিটে কলিনসের দারুণ এক গোলে সমতা পায় সফরকারীরা।

এদিকে ওয়েস্ট হাম সমতা নিলেও জয়ের আশা ছাড়েনি চেলসি। খেলার নির্ধারিত সময়ের এক মিনিট আগে (৮৯) মিচে বাতসুয়াই তুঙ্গার পাস থেকে গোল করে দলকে জয় এনে দেন স্প্যানিশ তারকা কস্তা।

ম্যাচের বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে কোন্তের শিষ্যরা।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!