• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে নেই মালিঙ্গা


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ১৬, ২০১৭, ০১:৫৩ পিএম
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে নেই মালিঙ্গা

ঢাকা: ভারতের বিপক্ষে  দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে লাসিথ মালিঙ্গাকে বিশ্রাম দেয়া হয়েছে। ঠিক কি কারণে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে সেটি ব্যাখ্যা করেনি নির্বাচকরা। বিপিএলের ফাইনালের ঠিক আগে ব্যক্তিগত কারণের কথা বলে রংপুর রাইডার্সের তাবু ছেড়ে দেশে ফিরে যান মালিঙ্গা।

বাজে ফর্মের কারণে তিনি পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ছিলেন না। পাকিস্তানে যেতে রাজি না হওয়ায় ছিলেন না টি-টোয়েন্টি  সিরিজেও।

২০ ডিসেম্বর কটকে শুরু হবে ভারত-শ্রীলঙ্কার মধ্যে প্রথম টি-টোয়েন্টি  ম্যাচ। ভারতের বিপক্ষে চলমান সিরিজে দুর্দান্ত বোলিং করা সুরঙ্গা লাকমলকেও রাখা হয়নি টি-টোয়েন্টি সিরিজে। ওয়ানডে সিরিজের মতো দলটিকে নেতৃত্ব দেবেন থিসারা পেরেরা।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল: থিসারা পেরেরা (অধিনায়ক), উপুল থারাঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, কুশল পেরেরা, দানুশকা গুনাথিলাকা, নিরোশান ডিকওয়েলা, আসেলে গুনারন্তে, সাদিরা সামারাবিক্রম, দাসুন শানাকা, চতুরঙ্গা ডি সিলভা, সাচিথ পাথিরানা, আকিলা ধনঞ্জয়া, দুশমন্ত চামিরা, নুয়ান প্রদীপ ও বিশ্ব ফর্নান্দো।


সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!