• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরফরাজের মুখে পাকিস্তানের বদলে যাওয়ার গল্প


ক্রীড়া ডেস্ক জুন ১৯, ২০১৭, ১২:৩৭ এএম
সরফরাজের মুখে পাকিস্তানের বদলে যাওয়ার গল্প

ঢাকা: ভারতের বিপক্ষে ১৬৪ রানে গুটিয়ে ১২৪ রান হার দেখে পাকিস্তানকে দিয়ে হবে না বলে অনেকে আশা ছেড়ে দিয়েছিলেন। সচরাচর পাকিস্তান ক্রিকেটে যা হয়, সব হারের দায় গিয়ে চাপে কোচের ওপর। মোহাম্মদ ইউসুফ তো কোচ হঠাও রব তুলে দিলেন। সরফরাজদের গায়ে কালিমা লেপে দিয়েছেন সাবেক পাকিস্তান অধিনায়ক আমির সোহেল। তিনি রাখঢাক না রেখে সরাসরি বলে দিলেন,‘ সরফরাজদের এমন জয়ে কারও হাত আছে। পর্দার আড়াল থেকে কেউ কলকাঠি নাড়ছে।’ এই মন্তব্যে পাকিস্তান তো বটেই, ভারতীয়দেরও তোপের মুখে পড়েন সোহেল। সাবেক ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী তো তাঁর রুচি নিয়েই প্রশ্ন তোলেন।

পাকিস্তানকে নিয়ে একদল হতাশ, আবার কেউ বলেছেন সরফরাজদের সাফল্য অন্য কারণে। এসব কথা নিশ্চয় পাকিস্তান দলের কান অবধি পৌঁছে থাকবে। তবে সব জবাব একসঙ্গে দিয়ে দিল সরফরাজের দল। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ১২৪ রানের বদলা হলো। একই সঙ্গে প্রথমবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও জেতা হলো। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে পাক অধিনায়ক ধারাভাষ্যকার নাসির হোসেনের কাছে জানিয়েছেন, ভারতের কাছে ওই হারই বদলে দিয়েছে পাকিস্তানকে,‘ভারতের কাছে হারের পর দলের সবাইকে বলেছিলাম, টুর্নামেন্ট শেষ হয়নি এখনো। আমরা অসাধারণ খেলেছি। শেষ পর্যন্ত জিতেছি ফাইনাল।’

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যদি কেউ বলত এবারের সম্ভাব্য চ্যাম্পিয়ন দল পাকিস্তান, তাহলে লোকে হাসত! অথচ সেই দলটিই কি-না চ্যাম্পিয়ন। তারুণ্যনির্ভর দলের সাফল্যগাঁথা বলতে গিয়ে সরফরাজ জানালেন,‘ তরুণ একটা দল আমাদের, ছেলেদের কৃতিত্ব দিতে হবে। টুর্নামেন্টটা সামনে আমাদের ভীষণ উজ্জীবিত করবে। আমাদের হারানোর কিছু নেই, এটা ভেবে খেলেছি। এখন আমরা চ্যাম্পিয়ন। আমি ও আমার দেশের জন্য এটা গৌরবের মুহূর্ত।’

ফাইনালে সেঞ্চুরি সবসময়ই বিশেষ কিছু। পাকিস্তানের হয়ে এই কাজটি করেছেন ওপেনার ফখর জামান। এক সেঞ্চুরি করে ইতিহাসে ঢুকে গেছেন তিনি। সবচেয়ে বড় কথা, ফখর নেমেছিলেন মাত্র চতুর্থ ম্যাচ খেলতে। তাঁর অভিষেক এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এমন একজনের ফাইনালে দুর্দান্ত খেলার রহস্য কী? সরফরাজ বলে গেলেন,‘ ও ম্যাচ বদলে দেওয়া খেলোয়াড়। ওর প্রথম আইসিসি টুর্নামেন্ট। কিন্তু খেলল চ্যাম্পিয়নের মতো। এটা ধরে রাখতে পারলে পাকিস্তানের দুর্দান্ত ব্যাটসম্যান হতে পারবে সে।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!