• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সাকিব ইজ অ্যা হিরো: রিচার্ড হ্যাডলি


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ২০, ২০১৭, ০৪:৪২ পিএম
সাকিব ইজ অ্যা হিরো: রিচার্ড হ্যাডলি

ঢাকা: নিউজিল্যান্ড ক্রিকেটের ইতিহাসে উজ্জ্বল নক্ষত্র স্যার রিচার্ড হ্যাডলি। প্রথম বোলার হিসাবে টেস্টে ৪০০ উইকেট নিয়ে তর্কাতিতভাবেই নিউজিল্যান্ডের ইতিহাসের সেরা সব্যসাচী খেলোয়াড়। মাত্র ৮৬ টেস্টে বল হাতে নিয়েছেন ৪৩১ উইকেট আর ব্যাটে করেছেন ৩১২৪ রান। জীবনের শেষ টেস্টে শেষ ইনিংসে ইংল্যান্ডের বিপক্ষে নিয়েছেন ৫ উইকেট। খেলা ছাড়ার পর ছিলেন নিউজিল্যান্ডের প্রধান নির্বাচক। বর্তমানে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড সদস্য। জীবন্ত এই কিংবদন্তির মুখে বিশ্বসেরা বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের প্রশংসা প্রমাণ করে লাল সবুজের দেশের ক্রিকেট এখন সত্যিই এগিয়ে যাচ্ছে।

শুক্রবার ক্রাইস্টচার্চের হেগলি ওভালে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে মাঠে নামে সফরকারী বাংলাদেশ দল। এদিন হেগলি ওভালের প্যাভিলিয়ন বসে খেলা দেখছিলেন স্যার রিচার্ড হ্যাডলি। সেখানেই বাংলাদেশের সাংবাদিকদের সাথে তাঁর কথা হয়। এক সময়ের এই বিশ্ব সেরা অলরাউন্ডার ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের। দীর্ঘ সময় র‌্যাংকিংয়ে অলরাউন্ডারের শীর্ষ আসনটা দখল করে আছেন সাকিব।

শুধু কি তাই? সাকিবই হলেন ক্রিকেট বিশ্বের একমাত্র ক্রিকেটার যিনি তিন ফরম্যাটের ক্রিকেটেই শীর্ষ অলরাউন্ডারের জায়গাটি দখল করেছিলেন এর আগে। সুতরাং সাকিবের খোঁজ খবর কিংবদন্তী হ্যাডলি রাখবেন না তাই কি হয়?

সাংবাদিকদের সামনে সুযোগ পেয়ে সাকিবকে নিয়ে নিজের মনোভাব ব্যক্ত করেছেন কিংবদন্তী এই ক্রিকেটার। যদিও বাংলাদেশের ক্রিকেট নিয়েও অনেক কথা বলেছেন তিনি, তবে সব কিছুকে ছাপিয়ে সাকিবের কথাই উঠে আসলো সবথেকে বেশি।

সাকিবের কথা বলতে গিয়ে এক কথাতেই তিনি বলেন, ‘সাকিব ইজ অ্যা হিরো। তার ব্যাটিং দেখতে আমি খুব পছন্দ করি।’ ওয়ানডে এবং টি টোয়েন্টি ফরম্যাটে সাকিবের কার্যকারিতা নিয়ে কোনো সন্দেহ নেই হ্যাডলির। সেটিই ফুটে উঠলো তাঁর কণ্ঠে।  ‘সাকিব ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটের এক নম্বর অলরাউন্ডার হিসেবে পরিচিত এখন। আমারও মনে হয় সে অত্যন্ত ভালোমানের খেলোয়াড়। শুধু ভালোমানেরই নয়, সে সত্যিই খুব কার্যকর একজন ক্রিকেটার।’

সাকিবের  ব্যাটিং দেখতে খুব পছন্দ করেন কিউই এই সাবেক অলরাউন্ডার। শুধু তাই নয়, সাকিবকে সত্যিকারের নায়কও আখ্যা দিয়েছেন হ্যাডলি। তাঁর ভাষ্য,  ‘সাকিব হলেন সত্যিকার নায়ক। তার ব্যাটিং দেখতে আমি খুব পছন্দ করি। তার হাতের বাহারি মার, দৃষ্টি নন্দন স্ট্রোক প্লে এবং হাত খুলে খেলা আমাকে খুব টানে।’

এর আগে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে অনুষ্ঠিত প্রথম টেস্টও প্যাভিলিয়নে বসে মনোযোগ সহকারে দেখেছিলেন স্যার রিচার্ড। বিশেষ করে সাকিবের ২১৭ রানের দুর্দান্ত ইনিংসটি সামনে বসে চাক্ষুষ করেছেন। সেই কথাও বলতে ভুললেন না। বললেন, ‘ওয়েলিংটনে সাকিব অসাধারণ খেলেছে এবং তার অভিজ্ঞতাও অনেক। তার রেকর্ড দেখলেই বোঝা যায়, সে কত বড় মাপের ক্রিকেটার।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!