• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সাকিবের সেঞ্চুরি রান্না করতে চান স্ত্রী শিশির!


ক্রীড়া ডেস্ক মার্চ ১৭, ২০১৭, ০৮:২৮ পিএম
সাকিবের সেঞ্চুরি রান্না করতে চান স্ত্রী শিশির!

সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আল হাসান শিশির সাকিব

ঢাকা: সাকিব আল হাসান গত কয়েকটি সিরিজ থেকেই সমালোচিত হচ্ছিলেন। দারুন শুরু করেও তিনি উইকেট বিলিয়ে দিয়ে আসতেন। নিউজিল্যান্ড সফরে এই কাজটি করেছেন। সেটা টেনে এনেছিলেন ভারত সফরেও। হায়দরাবাদ টেস্টে নিজের অতিরিক্ত শট খেলার প্রবণতা নিয়ে বলেছিলেন,‘ এটাই আমার স্বাভাবিক খেলা। আমি এভাবেই খেলতে পছন্দ করি।’

এ নিয়ে কম আলোচনা-সমালোচনা হয়নি। কলম্বো টেস্টের দ্বিতীয় দিনের শেষ বেলায় দ্রুত বাংলাদেশের ৩ উইকেট পড়ে যাওয়ার পরও সাকিবের প্রতি বলে মেরে খেলার ধরণ নিয়ে বিস্তর সমালোচনা হয়েছে।

দু’বার জীবন পেয়েও বেঁচে গেছেন তিনি। শুক্রবার তৃতীয় দিনে এসে টেস্ট ক্যারিয়ারে পঞ্চম সেঞ্চুরি তুলে নিয়েছেন সাকিব। তারপর সামাজিক যোগাযোগের মাধ্যমে সাকিবের স্ত্রী উম্মে আল হাসান শিশির সাকিব নিজের জন্য খেলে এই সমালোচনাকারীদের বিদ্রুপ করে লেখেন, ‘আরেকটি অপরাধ করলে। প্লিজ, এই ১০০ রান নিয়ে বাসায় এসো যাতে আমরা সেগুলো দিয়ে রান্না করে খেতে পারি। তুমি তো নিজের জন্য খেলো। নিশ্চয় তুমি ভালো কিছু করোনি।’

সাকিবে বরাবরই মুগ্ধ প্রয়াত অভিনেতা হুমায়ুন ফরিদির সাবেক স্ত্রী বর্তমানে নির্মাতা বদরুল আনাম সৌদের সহধর্মিনী অভিনেত্রী সুবর্ণা মোস্তফা সেখানে মন্তব্য করেছেন, ‘সাকিব আল হাসান একজনই। আগেও ছিল না, ভবিষ্যতেও হবে না।’

সাকিবকে নিয়ে প্রশংসার বন্যা ভাসানো ওই পোষ্টে একজন ক্রিকেটীয় যুক্তি তুলে ধরে মন্তব্য করেছেন, ‘সাকিব আজ যেমন খেলেছেন সেটি তার, ‘আমি তো এভাবেই খেলি’ ধরণের নয়। তিনি সারাদিনে একবারের জন্যও ঝুঁকি নেননি। পুরোটাই মাটিতে খেলেছেন। এক রান বের করে খেলেছেন। সৈকত (মোসাদ্দেক হোসেন) যখন মেরেছেন তখন তাকে মাথা ঠান্ডা করতে বলেছেন, বুঝিয়েছেন। সাকিব ওভাবে না খেলে এভাবে খেললে তার পাঁচটার জায়গায় ১৫টি সেঞ্চুরি থাকত। এখন থেকে তার এভাবেই খেলা উচিৎ।’


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!