• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাজঘরে ইমরুল-মুমিনুল


ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ২১, ২০১৬, ১২:৪১ পিএম
সাজঘরে ইমরুল-মুমিনুল

ইংল্যান্ড প্রথম ইনিংসে ২৯৩ রানে অল আউট। সবক’টি উইকেট বাংলাদেশের স্পিনারদের। এদিকে, নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ইংলিশ স্পিনে ধুঁকছে বাংলাদেশও! স্পিনের জবাব চট্টগ্রামে স্পিনেই দিতে শুরু করেছে ইংল্যান্ড। দ্বিতীয় দিনে লাঞ্চের আগে শেষ ওভারে অফ-স্পিনার মঈন আলি জোড়া আঘাত হেনেছেন। চার বলের মধ্যে তুলে নিয়েছেন ইমরুল কায়েস (২১) ও মুমিনুল হকের (০) উইকেট।

বাংলাদেশ শিবিরে প্রথম আঘাত হানেন মঈন আলি। ৫০ বলে তিনটি চারে ২১ রান করা ইমরুল কায়েসকে সাজঘরে ফেরান তিনি।

মধ্যাহ্ন বিরতির আগে মুমিনুল হককেও প্যাভিলিয়নের পথ দেখান ওই মঈন। দুর্দান্ত এক ঘূর্ণিতে বেন স্টোকসের তালুবন্দী করান মুমিনুলকে। মাত্র ৩ বল মোকাবেলা করেই ক্রিজ ছাড়লেন বাংলাদেশের ‘টেস্ট স্পেশালিস্ট খ্যাত’ এই ক্রিকেটার।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!