• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিরাজুল ইসলাম মেডিকেল কলেজে স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৪, ২০১৮, ০৭:২৬ পিএম
সিরাজুল ইসলাম মেডিকেল কলেজে স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত

ঢাকা: বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) স্ট্যাটাস থেকে উত্তরণ ও স্বাস্থ্যখাতে ঐতিহাসিক অর্জন উপলক্ষে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজে স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রণালয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৪ মার্চ, ২০১৮) দুপুর ১২টায় রাজধানীর মালিবাগে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজে দিনব্যাপী এ স্বাস্থ্যমেলা প্রধান অতিথি হিসেবে উদ্ধোধন করেন ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটালের চিফ এক্সিকিউটিভ অফিসার প্রিন্সিপাল ডা. এমএ আজিজ।

এর আগে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজে লেকচার গ্যালারী-১ এ ‘‘বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) স্ট্যাটাস থেকে ঐতিহাসিক উত্তরণ ও স্বাস্থ্যখাতে ঐতিহাসিক অর্জন’’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।

এ আলোচনা সভায় বক্তারা স্বাধীনতা পরবর্তী সময়ে উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ আওয়ামী সরকারের ভূমিকার কথা স্থান পায়। পাশাপাশি বক্তারা ওয়ান ইলেভেন পরবর্তী বাংলাদেশ অগ্রযাত্রায় ডিজিটাল ধারণা ও স্বাস্থ্য সেবা খাতের সরকারের উন্নয়ন চিত্র নিয়ে আলোকপাত করেন তারা।

আলোচনা সভায় বিশেষ আলোচকের বক্তব্যে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের সার্জারী বিভাগের প্রধান মেজর জেনারেল (অব:) অধ্যাপক ডা. এমএ বাকী বলেন, আগে যেখানে বাংলাদেশকে অবহেলা করে তলা বিহীন ঝুড়ি বলে আখ্যা দিতেন তাদের গালে এলডিসি থেকে উত্তরণ যেন চপেটাঘাত। বাংলাদেশ আজ উন্নয়নের পথে এগিয়ে চলছে। এধারা অব্যাহত রাখার প্রতি সকলের নজর দেয়ার কথা জানান তিনি।

ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. ফারুকুল ইসলাম বর্তমান সময়ে সরকারের উন্নয়ন অগ্রযাত্রার পরিংখ্যান উল্লেখ করে বক্তব্য রাখেন। তিনি, উন্নয়ন অগ্রযাত্রার পথের যাত্রী বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র করেও আমাদের অগ্রযাত্রা থামাতে পারে নি। 

সভাপতির বক্তব্যে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার প্রিন্সিপাল ডা. এমএ আজিজ স্বাস্থ্য ও শিক্ষাখাতের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন। বর্তমানে যাতে উন্নয়নের ধারা অব্যাহত থাকে সেজন্য বর্তমান সরকারকে পুনরায় ক্ষমায় আনার জন্য সকলের প্রতি আহ্বান জানান। 

তিনি বলেন, ১৯৭৫ সাল থেকে এলডিসির তালিকায় থাকা বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার শর্তগুলো নির্ধারিত সময়ের আগেই পূরণ করায় বাংলাদেশের ক্ষেত্রে এ ঘোষণা তিন বছর আগেই এসেছে। এটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির সাক্ষ্য দেয়, সন্দেহ নেই। তবে উন্নয়নশীল দেশের তালিকায় উন্নীত হওয়ার পর বাংলাদেশকে কিছু কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে। যেমনিভাবে আমাদের আয় বেড়েছে। তেমিন আমাদের আয়কে যাতে অন্যরা চুরি করতে না পারে সেজন্য নিরাপত্তা জোরদার করতে হবে।

আলোচনা সভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন,  ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের  অধ্যাপক ডা. মঞ্জুরুল কাদের,  প্রভাষক  ডা.  আহমেদ কবির হিমেল, ইন্টার্ন  চিকিৎসকে পরিষদেও সাধারণ সম্পাদক  ডা. আশরাফুল ইসলাম,  শিক্ষার্থীদের সংগঠন পথিকৃতের সভাপতি রাতুল সাহা, সাধারণ সম্পাদক অচিন্ত সাহা প্রমুখ।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!