• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সেরা দশে সাব্বির


ক্রীড়া প্রতিবেদক জুন ২৮, ২০১৭, ১২:২৯ এএম
সেরা দশে সাব্বির

ঢাকা: প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে দলে জায়গা করে নিলেন বাংলাদেশের সাব্বির রহমান। ৬২৭ রেটিং নিয়ে দশম স্থানে আছেন এই মারকুটে ব্যাটসম্যান। মঙ্গলবার (২৭ জুন) প্রকাশিত নতুন র‍্যাংকিংয়ে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের শীর্ষ তিনটি স্থান ধরে রেখেছেন বিরাট কোহলি, অ্যারন ফিঞ্চ ও কেন উইলিয়ামসন।

একমাত্র সাব্বির রহমানকেই টাইগারদের ‘টি-টোয়েন্টি’ স্পেশালিস্ট হিসেবে গন্য করা হয়। তবে সাম্প্রতিক সময়ে ফর্ম নিয়ে তুমুল সমালোচনার মধ্যে ছিলেন এই মারকুটে ব্যাটসম্যান। ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে প্রথমবারের মত আইসিসির র‍্যাংকিংয়ের শীর্ষ দশে উঠে এলেন সাব্বির।  

গত জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা রেটিং পয়েন্ট (৬৫০) অর্জন করেছিলেন সাব্বির। তখন তিনি সেরা দশে ছিলেন না। সর্বশেষ তিনি টি-টোয়েন্টি খেলেছেন গত এপ্রিলে শ্রীলঙ্কা সফরে। আগের রেটিং পয়েন্ট কমে হয়েছে ৬২৭। তবে অন্যদের অবনমন তাকে সেরা দশে স্থান করে দিয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!