• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

হতাশ চান্ডিমালের কণ্ঠে হাহাকার


ক্রীড়া প্রতিবেদক মার্চ ২৬, ২০১৭, ১১:০৭ এএম
হতাশ চান্ডিমালের কণ্ঠে হাহাকার

ঢাকা: ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে একবারই জিততে পেরেছিল। সেটি ২০১৩ সালের ঘটনা। দ্বিতীয় জয়টি এল ডাম্বুলার রণগিরি স্টেডিয়ামে। ৯০ রানের বড় পরাজয়ে বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এগিয়ে গেছে ১-০ ব্যবধানে। বাংলাদেশের ৩২৪ রানের জবাবে অসহায় আত্মসমর্পণই করেছে এক সময়ের প্রবল পরাক্রমশালী লঙ্কান দলটি। এক সময়ের জন্যও মনে হয়নি যে, তারা বাংলাদেশের কাছ থেকে ম্যাচটি নিয়ে যেতে পারে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে দিনেশ চান্ডিমাল শুধু হাহাকারই করে গেলেন। তিনি বোঝাতে চাইলেন, লঙ্কার এই দলটি একটা বাঁক বদলের মধ্যে দিয়ে যাচ্ছে,‘ আমরা একে তো পালাবদলের মধ্যে দিয়ে যাচ্ছি, তারওপর এই দলটি একেবারে তরুণ।’

২৮ মার্চ রণগিরি স্টেডিয়ামেই হবে দ্বিতীয় ম্যাচ। এমন হারের পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা ঘুরে দাঁড়াতে পারবে? এমন প্রশ্নে আশায় বুক বাঁধতে চাইলেন চান্ডিমাল। বললেন,‘ অবশ্যই। আমরা পরের ম্যাচটির দিকে তাকিয়ে রয়েছি।’

টস জিতে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্তই কি কাল হয়েছে? চান্ডিমাল নিজের যুক্তি তুলে ধরে বলে গেলেন,‘ আমরা আগেও এই উইকেটে আগে ফিল্ডিং করে জিতেছি। আমরা আজ (২৫ মার্চ) ভেবেছিলাম সন্ধ্যায় শিশির পড়বে। কিন্তু দূর্ভাগ্যজনকভাবে ওটা কাজ করেনি।’ কণ্ঠে হতাশা থাকলেও চান্ডিমাল হাসিমুখেই বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন,‘ বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে। তারা অসাধারণ খেলেছে।’

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!