• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১৯১ রানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা


ক্রীড়া ডেস্ক মার্চ ১১, ২০১৭, ০১:৪৪ পিএম
১৯১ রানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা

ঢাকা: ডানেডিন টেস্টে চতুর্থ দিন শেষে দক্ষিণ আফ্রিকা স্কোরবোর্ডে তুলেছে ৬ উইকেটে ২২৪ রান। ফলে ১৯১ রানে এগিয়ে রয়েছে সফরকারী দল। হাতে আছে ৪ উইকেট। পঞ্চম দিনে আর কত রান তুলে নিউজিল্যান্ডকে জয়ের জন্য চ্যালেঞ্জ দেয় প্রোটিয়ারা এখন সেটাই দেখার।

দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে ২২৪ রানে বড় অবদান রাখেন ডিন এলগার। ১১ রানের জন্য সেঞ্চুরি মিস করা এই ওপেনার আউট হয়েছেন ৮৯ রানে। এই রান করতে এলগারকে খেলতে হয়েছে ২৪৯ বল। বাউন্ডারি মেরেছেন নয়টি। ফিফটি করেছেন অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস। তিনি ১৫৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। চার মেরেছেন ১০টি। বাকিদের মধ্যে জেপি ডুমিনি ৩৯ ও হাশিম আমলা ২৪ রান করেন। ২টি করে উইকেট পেয়েছেন নিল ওয়াগনার ও জিতান প্যাটেল।

এরআগে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৩৪১ রানে অলআউট হয়েছে। অনবদ্য ১৩০ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ২৪১ বলে খেলা তার এই ইনিংসে ছিল ১৮টি চার। ফিফটি পেয়েছেন জিৎ রাভাল ও বিজে ওয়াটলিং। রাভাল ১০২ বলে ৫২ ও ওয়াটলিং ১২৮ বলে ৫০ রান করেন। ৯৪ রানে ৫ উইকেট নিয়েছেন মহারাজ।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!