• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৪৬ বছর পর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেল ৫৮ সাংস্কৃতিক ব্যক্তিত্ব


নিজস্ব প্রতিবেদক জুলাই ১১, ২০১৭, ০৪:১৫ পিএম
৪৬ বছর পর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেল ৫৮ সাংস্কৃতিক ব্যক্তিত্ব

ঢাকা : মহান মুক্তিযুদ্ধের চরমপত্র খ্যাত এমআর আখতার মুকুল, চলচ্চিত্রকার সুভাষ দত্ত, কণ্ঠশিল্পী ফকির আলমগীর ও তিমির নন্দীসহ ৫৮ জন সাংস্কৃতিক কর্মীকে (শব্দ সৈনিক) মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার।

গত ১২ মার্চ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৪৪তম সভার সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার (১১ জুলাই) মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে।

এর আগে গত বছরের ১৫ নভেম্বর ১০৮ জন শব্দ সৈনিককে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়। এ পর্যন্ত মোট ২৫৩ জন পেলেন এই এই স্বীকৃতি।

একাত্তরে স্বাধীনতাযুদ্ধের সূচনায় এই শব্দ সৈনিকদের গড়ে তোলা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এ দেশের মুক্তিকামী মানুষকে যুদ্ধকালীন প্রেরণা যুগিয়েছিল।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!