• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৮ অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী নিয়োগ


আদালত প্রতিবেদক ফেব্রুয়ারি ৮, ২০১৭, ০৪:৫৬ পিএম
৮ অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী নিয়োগ

ঢাকা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৯৫ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ৮ জন অতিরিক্ত বিচারককে হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এই নিয়োগ তাঁদের শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে তাঁদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।

নিয়োগপ্রাপ্ত বিচারপতিরা হলেন- বিচারপতি এস,এম, মজিবুর রহমান, বিচারপতি আমির হোসেন, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, বিচারপতি রাজিক আল জলিল, বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী, বিচারপতি মো. ইকবাল কবির, বিচারপতি মো. সেলিম এবং বিচারপতি মো. সোহরাওয়ারদী।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!