• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‌‘আত্মতুষ্টি নয়, মাঠে সামর্থ্যের প্রয়োগ ঘটাতে চাই’


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ১৮, ২০১৮, ০৭:২২ পিএম
‌‘আত্মতুষ্টি নয়, মাঠে সামর্থ্যের প্রয়োগ ঘটাতে চাই’

ছবি: নাঈম পারভেজ অপু

ঢাকা: ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। সেই জিম্বাবুয়েই আবার পরের ম্যাচে শ্রীলঙ্কাকে ১২ রানে হারিয়ে দিয়েছে। তাতে এটাই প্রমাণ হয় বাইশ গজে যেদিন যে দল ভাল খেলবে দিন শেষে জয় তাদেরই। সুতরাং জিম্বাবুয়ের বিপক্ষে দাপুটে জয় পেয়েছেন বলে ‌আত্মতুষ্টি ভুগছেন না অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজা।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে নড়াইল এক্সপ্রেস বলেন, জিম্বাবুয়ের মতো দলকে সহজেই হারানো যায়। যারা এমন কথা বলবেন, তারা যদি শ্রীলঙ্কা-জিম্বাবুয়ের ম্যাচটি দেখে থাকেন তাহলে তাদের ধারনা বদলে যাবে।

শ্রীলঙ্কা দলে থিসারা পেরেরার মতো অলরাউন্ডার রয়েছে। বিপিএলে খেলার সুবাদে এখানকার কন্ডিশন সম্পর্কে তার ভাল জানা। এ প্রসঙ্গে মাশরাফি বিন মুর্তাজা বলেন, 'থিসারা পেরেরাকে আমি খুব কাছ থেকেই দেখেছি। সে নিয়মিতই ছয়/সাত নাম্বারে নেমে দলকে ভালো সার্ভিস দিচ্ছে। কাজেই আমাদের আত্মতুষ্টিতে ভোগার কিছু নেই। আমরা নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটার প্রয়োগ ঘটাতে চাই মাঠে। সেটাই মূল লক্ষ্য।

ত্রিদেশীয় সিরিজ দিয়ে দীর্ঘ দিন পর মাঠে ফিরেছেন বাংলাদেশের এক সময়ের তারকা ওপেনার এনামুল হক বিজয়। প্রথম ম্যাচে লম্বা ইনিংস খেলতে ব্যর্থ হলেও তার নিজের ওপর পূর্ণ আত্মবিশ্বাস ফুটে উঠেছে।

এ প্রসঙ্গে টাইগার অধিনায়ক বলেন, ‘প্রায় আড়াই বছর পর দলে ফিরে এনামুল যেভাবে খেলেছে, আমরা ঠিক এটাই চাই যে সে ভীতিহীন ক্রিকেট খেলুক। অবশ্যই ওর জায়গা থেকে রানটাকে বড় করার শতভাগ সুযোগ ছিল। টিমের স্কোরও ওইরকম ছিল না যে আমাদের পক্ষ থেকে কোনো চাপ ছিল। ও যেভাবে ব্যাটিং করেছে আমরা তাকে শতভাগ ব্যাকআপ করবো। কারণ ও খুবই ইতিবাচক এবং ওর মাইন্ডসেট যেভাবে ঠিক সেটাই।’

জিম্বাবুয়ের বিপক্ষে দলের কম্বিনেশন খুঁজে পেয়েছেন উল্লেখ করে মাশরাফি বলেন, ‘কম্বিনেশনটা খুব গুরুত্বপূর্ণ, যেটা দক্ষিণ আফ্রিকায় মিসিং ছিল। এখানে প্রথম ম্যাচে সেটা আমরা করতে পেরেছি। চেষ্টা করব ধারাবাহিকতা ধরে রাখতে।’

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ভালো উইকেট হলেই যে ব্যাটসম্যানরা সহজে রান করে ফেলবে, ব্যাপারটা তেমন নয়। পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হবে। শেষ ম্যাচে তামিম রান করেছে। সাকিব-এনামুল ভালো শুরু করেছিল, মুশফিক তো নটআউট ছিল। টপ অর্ডারে হিসাব করে খেলতে পারলে আমাদের বড় ইনিংস খেলার সামর্থ্য আছে।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!