• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

করণের হাত ধরে চলচ্চিত্রে শাহরুখ কন্যা সুহানা!


বিনোদন ডেস্ক আগস্ট ৩১, ২০১৭, ১০:৫৬ এএম
করণের হাত ধরে চলচ্চিত্রে শাহরুখ কন্যা সুহানা!

ঢাকা: এতদিন শাহরুখ খানের বড় ছেলে আরিয়ানের বলিউডে অভিষেক নিয়ে জল্পনা চলছিল। এ বার শোনা যাচ্ছে শাহরুখের মেয়ে সুহানার নাম। শোনা যাচ্ছে খ্যাত পরিচালক করণ জোহরের হাত ধরে নাকি বলিউডে অভিষেক হতে যাচ্ছে সুহানার।

ডিএনএ-র খবর অনুযায়ী,সম্প্রতি করণ জোহরের অফিসে যখন সুহানা গিয়েছিলেন,সেখানে প্রফেশনাল হেয়ার স্টাইলিস্ট ও মেকআপ আর্টিস্ট ছিলেন। আলাদা করে সুহানার ফটোশুট হয়েছে। সুহানা নাকি ক্যামেরার সামনে ভাল ভাবেই পারফর্ম করেছেন।

শাহরুখের পরিবারের দীর্ঘ দিনের বন্ধু করণ। তাই কিং খানের পরের জেনরেশনের অভিষেক করণের হাত ধরে হতেই পারে। কিন্তু শাহরুখ নিজে ছেলে-মেয়ের পড়াশোনাকে খুব গুরুত্ব দেন।

আরিয়ানের বিষয়ে যত বার জল্পনা তৈরি হয়েছে,তত বারই শাহরুখ ছেলের পড়াশোনার বিষয়ে ফোকাস করতে বলেছেন। যদিও সুহানার বলিউডে এন্ট্রি নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি শাহরুখ।

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!