• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

‘৮৫’র এশিয়া কাপ ফিরিয়ে আনার প্রত্যাশা’


ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ৭, ২০১৭, ০৯:৪১ পিএম
‘৮৫’র এশিয়া কাপ ফিরিয়ে আনার প্রত্যাশা’

ঢাকা: ১৯৮৫ সালে ঢাকায় বসেছিল এশিয়া কাপ হকির আসর। সেবার ইরানকে হারিয়ে শুরু করা লাল সবুজে দল ড্র করেছিল চীন ও জাপানের সঙ্গে। আর ৬৪ মিনিট পর্যন্ত লড়ে মাত্র ১ গোলে হেরেছিল স্বাগতিকরা। ৩২ বছর পর আবারও ঘরের মাঠে এশিয়ার বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টে খেলা সুযোগ পেয়েছেন জিমি-চয়নরা। সুযোগ কাজে লাগিয়ে কাঙ্ক্ষিত ফল অর্জন করতে চান মাহবুব হারুনের শিষ্যরা।

শনিবার (৭ অক্টোবর) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) অডিটোরিয়ামে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজিত অনুষ্ঠানে এমন প্রত্যাশা ব্যাক্ত করেন দলের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি ও কোচ মাহবুব হারুন।

ভাল খেলার প্রতিশ্রুতি দিয়ে মাহবুব হারুন বলেন, ‘যদি আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারে, তবে আমাদের পক্ষে ৮৫ এর মত আরেকটা খেলা উপহার দিতে পারবে।’

রাসেল মাহমুদ জিমি বলেন, ‘বিয়েরপর দিন মাঠে এসছিলাম। আমরা তিনমাস ধরে অনুশীলন করছি। পরিবার-পরিজন থেকে দূরে থাকতে হচ্ছে। একটাই কারণ হল এখানে ভাল করা। তাই ভাল করার জন্যই আমরা খেলব সবাই।’

এ সময় ’৮৫-র এশিয়া কাপ দলের অধিনায়ক শাহাবুদ্দিন চাকলাদার, ওসমান গনি, আলমগীর চুন্নু, কামরুল ইসলাম কিসমত, খাজা ড্যানিয়েল, জামিল পারভেজ লুলু, আব্দুল্লাহ পিরু উপস্থিত ছিলেন। দলের বাকি সদস্যদের অনেকে বিদেশে আছেন, অনেকে মারা গেছেন বা অসুস্থ। ঐ টুর্নামেন্টের সহকারী টেকনিক্যাল ডিরেক্টর শামসুল বারী, আম্পায়ার সেকান্দার হায়াত চৌধুরীকেও সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক, সহ-সভাপতি খাজা রহমতউল্লাহ, সাবেক খেলোয়াড় প্রতাপ শঙ্কর হাজরা, এহতেশাম সুলতান, সাজেদ আদেল ও তারিকুজ্জামান নান্নু। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) সাধারণ সম্পাদক রেজওয়ান উজ জামার রাজীবের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি মোস্তফা মামুন।

হকি স্টারস: ১৯৮৫ ও ২০১৭ শীর্ষক অনুষ্ঠানে বক্তারা নিজেদের মধ্যেকার দ্বন্দ্ব ও আসল প্রস্তুতির ঘাটতি ভুলে সবাইকে এক হয়ে দশম এশিয়া কাপে দেশের সম্মানের জন্য, বাংলাদেশের লাল-সবুজ পতাকার জন্য লড়াই করার আহবান জানান। বর্তমান দলের খেলোয়াড়দের হাতে শুভেচ্ছা স্বরূপ অটোগ্রাফ দেয়া হকি স্টিক তুলে দেন ’৮৫-র এশিয়া কাপের দলের সদস্যরা। বর্তমান দলও সেই প্রেরণা থেকে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করার অঙ্গীকার করেছে।

অনুষ্ঠানে তাদের হাত ধরে শুভকামনা জানানো হয় এবারের এশিয়া কাপে অংশগ্রহণকারী দলটিকে। এবারের দলটিকে ফুলেল শুভেচ্ছাও জানান সাবেক খেলোয়াড়রা। পুরো অনুষ্ঠানটি প্রবীণ ও নবীন হকি খেলোযাড়দের পাশাপাশি হকি সংশ্লিষ্ট সকলের এক মিলন মেলায় পরিণত হয়।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!