• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যমুনা নদী থেকে বড়শিতে ধরা পড়ল ৪৮ কেজির বাঘাইড়​​​​​​​


দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি   জুন ১৮, ২০২১, ০৯:২৯ পিএম
যমুনা নদী থেকে বড়শিতে ধরা পড়ল ৪৮ কেজির বাঘাইড়​​​​​​​

ছবি: সংগৃহীত

জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার যমুনা নদী থেকে বড়শি দিয়ে ৪৮ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরেছেন স্থানীয় সিকান্দার আলী। 

শুক্রবার (১৮ জুন) সকালে উপজেলার চিতুলিয়া গ্রামের যমুনা নদীতে মাছটি ধরা পড়ে। বাঘাইড়টি দেখতে উৎসুক মানুষের ভিড় জমে।

স্থানীয়রা জানান, সিকান্দার আলী বড়শি দিয়ে যমুনা নদীতে নিয়মিত মাছ ধরেন। আজ সকালেও ধরতে যান। তার বড়শিতে বিশাল আকারের একটি বাঘাইড় মাছ ধরা পড়ে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তিনি মাছটি পাড়ে তোলেন।

স্থানীয় ব্যবসায়ী মো. মনসুর আলী মাছটি ৪৩ হাজার টাকায় কিনে নেন। 

সানন্দবাড়ী গ্রামের বাসিন্দা জাবেদ রানা বলেন, তার জানামতে এত বড় মাছ এর আগে কেউ যমুনা নদী থেকে বড়শি দিয়ে ধরতে পারেননি।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!