• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনায় খুলনা বিভাগে ৫২ জনের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৯, ২০২১, ০১:২৪ পিএম
করোনায় খুলনা বিভাগে ৫২ জনের মৃত্যু

ফাইল ছবি

খুলনা: প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ৫২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৬৫ জন।

সোমবার (১৯ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি নিয়ে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, রোববার বিভাগে ৫১ জনের মৃত্যু এবং এক হাজার ৩৪৫ জনের করোনা শনাক্ত হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। বাকিদের মধ্যে খুলনায় ১২ জন, যশোরে ১১ জন, নড়াইলে দুজন, মাগুরায় দুজন, ঝিনাইদহে তিনজন ও মেহেরপুরে পাঁচজন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৮২ হাজার ৫৮৬ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৯৪৭ জন।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!