• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

গাংনীতে ভ্যাকসিন গ্রহণের আগ্রহ বাড়ছে


মেহেরপুর প্রতিনিধি: জুলাই ২৬, ২০২১, ০১:৪৯ পিএম
গাংনীতে ভ্যাকসিন গ্রহণের আগ্রহ বাড়ছে

ছবি : ভ্যাকসিন গ্রহণের আগ্রহ বাড়ছে

মেহেরপুর : মেহেরপুরের গাংনীতে করোনা ভাইরাস প্রতিষেধকের দ্বিতীয় ধাপের ১ম ডোজ টিকা প্রদানের কার্যক্রম শুরু হয়েছে কয়েকদিন আগে। বিভিন্ন শ্রেণি পেশার নারী পুরুষদের মাঝে ভ্যাকসিন গ্রহণের আগ্রহ বেড়েছে । ইতোমধ্যে প্রায় ১১ হাজার ব্যক্তির মাঝে ১ম ডোজ টিকা প্রদান করা হয়েছে। 

উপজেলা অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে টিকাদানের উদ্বোধন করা হয় ১৩ জুলাই। ইপিআই টেকশিয়ান আব্দুর রশীদ জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত কর্মী ও সেবিকাবৃন্দ  টিকাদান কর্মসূচিতে সহযোগিতা করে যাচ্ছেন।
 
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান শাওন জানান, টিকাদানের ক্ষেত্রে ইতোমধ্যে উপজেলায় ২২ হাজার ৬৮০ জন অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে ১০ হাজার ৭০০ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। পর্যায়ক্রমে সকলকে ভ্যাকসিন দেয়া হবে। 

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!