• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বয়স্ক মুয়াজ্জিনের আত্মহত্যা


কুড়িগ্রাম প্রতিনিধি অক্টোবর ১২, ২০২১, ০৬:১২ পিএম
বয়স্ক মুয়াজ্জিনের আত্মহত্যা

ছবি (প্রতীকী)

কুড়িগ্রাম : ফুলবাড়ীতে গলায় ফাঁস দিয়ে আব্দুল জব্বার (৭০) নামে মসজিদের এক মুয়াজ্জিন আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ভাঙ্গামোড় গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে এবং মধ্য রামরাম সেন জামে মসজিদের মুয়াজ্জিন।

মঙ্গলবার (১২ অক্টোবর) ফজরের নামাজের পর বাড়ির পাশের পরিত্যক্ত স্কুল ঘরের আড়ার সঙ্গে রশি পেচিয়ে আত্মহত্যা করেন আব্দুল জব্বার। পরে সকাল ৯টার দিকে স্থানীয়রা তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভাঙ্গামোড় ইউনিয়নের ইউপি সদস্য আবু মুসা জানান, কয়েকদিন ধরে আব্দুল জব্বারের মাথায় সমস্যা দেখা দেয়। মাঝে মাঝেই তিনি ছটফট করতেন। হয়তো এ কারণেই আত্মহত্যা করেছেন।

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!