• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

১৬তম জন্মদিনে ডিসি হলেন স্কুলছাত্রী রিমি


ভোলা প্রতিনিধি অক্টোবর ১৩, ২০২১, ০৪:২৪ পিএম
১৬তম জন্মদিনে ডিসি হলেন স্কুলছাত্রী রিমি

ছবি : জেলা প্রশাসকের দায়িত্ব পেলেন স্কুলছাত্রী তাসনিম আজিজ রিমি

ভোলা : নিজের ১৬তম জন্মদিনে এক ঘণ্টার জন্য ভোলা জেলা প্রশাসকের দায়িত্ব পালনের সুযোগ পেলেন স্কুলছাত্রী তাসনিম আজিজ রিমি (১৬)। সে ভোলা পৌরসভার ১নং ওয়ার্ডের ইলিশা বাসস্ট্যান্ড এলাকার মৃত তারেক আব্দুল আজিজের মেয়ে এবং ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

বুধবার (১৩ অক্টোবর) দুপুর ১টায় ভোলা জেলা প্রশাসক তৌফিক ই-লাহী চৌধুরী স্কুলছাত্রী তাসনিম আজিজ রিমিকে এক ঘণ্টার জন্য জেলা প্রশাসকের দায়িত্ব দেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) ও প্ল্যান ইন্টারন্যাশনাল।

এ সময় তাসনিম আজিজ রিমি জানায়, জেলা প্রশাসকের দায়িত্ব পালন করায় অনেক আনন্দিত। ভোলাকে নারী ও শিশু-কিশোর বন্ধব জেলায় রূপান্তর এবং নারীরা যাতে অনলাইনে বুলিংয়ের শিকার না হয় সে জন্য কর্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছি।

আরও পড়ুন - মাদকের জন্য ঘরের টিন খুলে কেজিদরে বিক্রি

ভোলা জেলা প্রশাসক তৌফিক ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মামুন আল ফারুক, ভোলা জেলা তথ্য অফিসার নুরুল আমিন, সদর উপজেলার নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, এনসিটিএফের জেলা সম্বয়কারী আদিল হোসেন তপু, ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সারমিন জাহান শ্যামলী প্রমুখ।

আরও পড়ুন - একই উঠানে হচ্ছে নামাজ এবং পূজো

উল্লেখ্য, তাসনিম আজিজ রিমির জন্ম ২০০৫ সালের ১৩ অক্টোবর। সে এর আগে ২০২০ সালের ২৮ অক্টোবর এক ঘণ্টার জন্য ভোলা পুলিশ সুপারের দায়িত্ব পালন করে।

Wordbridge School
Link copied!