• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

নসিমনের ধাক্কায় ১০ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু


রাজবাড়ী প্রতিনিধি নভেম্বর ২১, ২০২১, ০৫:৫০ পিএম
নসিমনের ধাক্কায় ১০ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু

ছবি : সংগৃহীত

রাজবাড়ী : দ্রুত গতির নসিমনের ধাক্কায় দশমাসের অন্তঃসত্ত্বা বন্যা আক্তার (২৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। রোববার (২১ নভেম্বর) সকাল ১১টার দিকে সদর উপজেলার দাদশী ইউনিয়নের বক্তারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত গৃহবধূ বন্যা আক্তার বক্তারপুর গ্রামের মো. হিরা শেখের স্ত্রী। নিহতের চাচা রাজু শেখ বলেন, সকালে বন্যা বাড়ির গেটের সামনে তার চার বছরের মেয়ে হাবিবাকে নিয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় সিংগাবাজার থেকে একটি দ্রুতগতির নসিমন দাদশী বাজারে যাবার সময় তাদেরকে ধাক্কা দেয়। এতে বন্যা মারাত্মক ভাবে আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

রাজবাড়ী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন জানান, এ ঘটনায় ঘাতক নসিমন ও অভিযুক্ত চালক আটক রয়েছে। নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!