• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

রংপুর মেডিকেল কলেজের আগুন নিয়ন্ত্রণে


রংপুর প্রতিনিধি ডিসেম্বর ২০, ২০২১, ১১:০৬ এএম
রংপুর মেডিকেল কলেজের আগুন নিয়ন্ত্রণে

ফাইল ছবি

রংপুর: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এক ঘণ্টার কম সময়ের চেষ্টায়  ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের আনাতে সক্ষম হয়।

সোমবার (২০ ডিসেম্বর) সাড়ে ১০টার দিকে রমেকের দুই তলার ৭ নম্বর ওয়ার্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, মেডিকেলের দ্বিতীয় তলার ৭নং মেডিসিন ইউনিটে আগুন লাগার ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রমেকের পরিচালক ডা. মোহাম্মদ রেজাউল করীম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মেডিকেলের দ্বিতীয় তলার ৭নং মেডিসিন ইউনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হাসপাতালের কয়েকটি শয্যা এবং ওই ওয়ার্ডে কিছু অংশ পুড়ে যায়।

রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ছালেহ উদ্দীন বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছায়। এক ঘণ্টার কম সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ সময় ছয়টি ইউনিট কাজ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। 

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!