• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

লাস ভেগাসে গাড়ি দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৩১, ২০২২, ১২:০৫ পিএম
লাস ভেগাসে গাড়ি দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত

ঢাকা : যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। এতে আহত একজনের অবস্থা গুরুতর। স্থানীয় সময় শনিবার (২৯ জানুয়ারি) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।  

নর্থ লাস ভেগাস পুলিশ বলছে, সিগন্যাল অমান্য করে একটি গাড়ি বেশি গতিতে গিয়ে কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। এতে সব মিলিয়ে ছয়টি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। নিহতদের মধ্যে চালক ও যাত্রীরা রয়েছেন। তারা কিশোর থেকে মধ্যবয়সী। দুর্ঘটনার বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে দুজনকে হাসপাতালে নেওয়া হয়। তাদের একজন মারা গেছেন। আরেকজনের অবস্থা গুরুতর।   

চালকসহ বাকি আটজনের পরিচয় শনাক্তের পর মরদেহ হস্তান্তর করা হবে। নর্থ লাস ভেগাসের মুখপাত্র আলেক্সান্ডার কুয়েভাস বলেন, এরকম ভয়াবহ দুর্ঘটনা আমরা আগে দেখিনি। বিকেল তিনটার দিকে গাড়িগুলোর মধ্যে সংঘর্ষ হয়। 

নর্থ লাস ভেগাসের কাউন্সিলওমেন পামেলা গোয়েনেস-ব্রাউন বলেন, নিহতদের পরিবারের সঙ্গে আমরা প্রার্থনা করছি। অসাবধানতার কারণে তাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। গাড়ির গতিসীমার দিকে নজর দেওয়া উচিত।

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!