• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যমুনা নদীর পানি বৃদ্ধি, সিরাজগঞ্জে নতুন নতুন এলাকা প্লাবিত


সিরাজগঞ্জ প্রতিনিধি সেপ্টেম্বর ১৩, ২০২২, ১০:৪৯ এএম
যমুনা নদীর পানি বৃদ্ধি, সিরাজগঞ্জে নতুন নতুন এলাকা প্লাবিত

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যহত রয়েছে। পানি বৃদ্ধির ফলে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। এতে নদীতীরবর্তি এলাকায় দেখা দিয়েছে ভাঙন। একই সঙ্গে জেলার অভ্যান্তরীন নদ-নদীর পানি বৃদ্ধি পানি। টানা কয়েকদিন ধরে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দুশ্চিন্তায় নদী পাড়ের বাসিন্দারা।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ শহর রক্ষা হার্ড পয়েন্টে ১৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৫০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

এছাড়া কাজিপুর উপজেলার মেঘাই ঘাট পয়েন্টে ১৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে বিপদ সীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক আব্দুল লতিফ সোমবার (১২ সেপ্টেম্বর) এতথ্য নিশ্চিত করেছেন। 

জানা যায়, যমুনায় দ্রুত পানি বদ্ধির ফলে জেলার কাজিপুর, চৌহালী, শাহজাদপুর ও সদরের কিছু অংশে দেখা দিয়েছে নদী  ভাঙন। প্রতিদিনই ঘর-বাড়ি, ফসলি জমি নদী গর্ভে বিলীন হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

চৌহালী উপজেলার চর- আঙ্গাড়ু গ্রামের আবু সাইদ, শুক্কুর আলীসহ অনেকে জানান, এক সপ্তাহ ধরে যমুনায় পানি নতুন করে বাড়তে শুরু করেছে। পানি বাড়ার সাথে সাথে নদীবর্তী এলাকায় ভাঙতে শুরু করেছে। আবার পানি কমে যাবার সময়ও ভাঙে।  এবছর বন্যার পানি নদীতে আশায় প্রায় ২০/২৫ টা বসতভিটা নদীতে বিলিন হয়েছে। এর সাথে প্রতিদিন তো  ফসলি জমি নদী গর্ভে বিলিন হয়ে যাচ্ছে। 

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রনজিত কুমার সরকার জানান, পাহাড়ি ঢলের কারণে এক সপ্তাহ ধরে যমুনা নদীতে পানি দ্রুতগতিতে বাড়ছে। পানি বাড়াতে অনেক নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। যমুনার পানি আরও ৫-৭ বৃদ্ধি পেতে পারে। তবে এই পানি বিপদসীমা অতিক্রম করবে না বলে তিনি জানান।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!