• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বগুড়ায় ৪ কোচিং সেন্টার সিলগালা


বগুড়া প্রতিনিধি সেপ্টেম্বর ১৪, ২০২২, ০৯:৪৮ এএম
বগুড়ায় ৪ কোচিং সেন্টার সিলগালা

বগুড়াঃ বগুড়ায় সরকারি নির্দেশনা অমান্য করে পাঠদান চালু রাখায় চার কোচিং সেন্টারকে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের জলেশ্বরীতলা ও সেউজগাড়ী এলাকায় অভিযানে চালানো হয়।

সিলগালা করে দেয়া চার প্রতিষ্ঠান হলো- জলেশ্বরীতলা এলাকার বিসিএ ক্যাডেট কোচিং, বিএস একাডেমি, ইংলিশ প্রাইভেট সেন্টার ও সেউজগাড়ির আইসিটি টিউটোরিয়াল হোম।

অভিযানে নেতৃত্ব দেন বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহঃ শাহনুর জামান এবং রেবেকা সুলতানা। এসময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা জানান, সরকারি নির্দেশনা অমান্য করে পাঠদান পরিচালনা করায় চার কোচিং সেন্টার সিলগালা ও জরিমানা করা হয়েছে। এর পাশাপাশি আরো একটি প্রতিষ্ঠানকে শুধু জরিমানা করে সতর্ক করে দেয়া হয়।

এসএসসি পরীক্ষা চলাকালে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!