• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

তানু হত্যার মূলহোতাসহ গ্রেপ্তার ৯


বাগেরহাট প্রতিনিধি: নভেম্বর ১৩, ২০২২, ০২:৪৪ পিএম
তানু হত্যার মূলহোতাসহ গ্রেপ্তার ৯

বাগেরহাট: বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম তানু ভুইয়া হত্যাকাণ্ডের মূলহোতা ফরিদসহ (২৯) নয়জনকে আটক করেছে পুলিশ। শনিবার (১২ নভেম্বর) রাতে তাদের আটক করা হয়।

এসময় তাদের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে নয়টি অস্ত্র উদ্ধার করে পুলিশ।  

শনিবার রাতেই নিহতের স্ত্রী কানিজ ফাতেমা বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শুক্রবার (১১ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে বাগেরহাট শহরের বাসাবাটি পদ্মপুকুরের মোড়ে ফরিদ নামে এক যুবকের গুলিতে নিহত হন নুরে আলম তানু ভুইয়া। নিহত নুরে আলম তানু ভুইয়া বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার মৃত আব্দুর রউফ ভুইয়ার ছেলে। তিনি বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।  

শনিবার দুপুরে নামাজে জানাজা শেষে সরুই কবরস্থানে দাফন করা হয় তাকে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!