• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

দীর্ঘদিন বন্ধ থাকার পরে সুন্দরবনে ফের ডাকাতি


বাগেরহাট প্রতিনিধি: ডিসেম্বর ১৮, ২০২২, ০৮:৫০ পিএম
দীর্ঘদিন বন্ধ থাকার পরে সুন্দরবনে ফের ডাকাতি

বাগেরহাট: দীর্ঘদিন বন্ধ থাকার পরে সুন্দরবনে আবারও ডাকাত দলের তৎপরতা শুরু হয়েছে। গত ১৫ ডিসেম্বর মুক্তিপণের দাবিতে ১০ জেলেকে অপহৃরণ করেছে অজ্ঞাত একটি ডাকত দল।

এসময় জেলেদের কাছ থেকে প্রায় ৭ মন কাকড়া, ২০টি মোবাইল ফোন ও দুটি জেলে নৌকা নিয়ে যায় তারা।  শনিবার রাতে (১৭ ডিসেম্বর) অপর জেলেরা বাড়ি ফিরে আসলে এ খবর জানা যায়।

ডাকাতদের হামলার ভয়ে নাম প্রকাশ না করার শর্তে ফিরে আসা জেলেরা জানান, পূর্ব সুন্দরবনের চাঁদপাই, জিউধারা ও ধানসাগর স্টেশন থেকে পারমিট নিয়ে বনের বেড়ির খাল এবং অরমাল খালে রাতে ৮-১০টি নৌকায় কাকড়া শিকার করছিলেন তারা।

এসময় নয়জনের একটি ডাকাত দল আগ্নেআস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। ডাকাত দল জেলেদের কাছে থাকা মোবাইল ফোন, নগদ টাকা ও তাদের শিকার করা কাকড়াসহ দুইটি নৌকা ছিনিয়ে নেয়।

এরপর মাথাপিছু ১০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে ১০জন জেলেকে অপহরণ করে নিয়ে যায় তারা। আগামী এক সপ্তাহের মধ্যে টাকা নিয়ে যোগাযোগ না করলে অপহৃত জেলেদের হত্যা করা হবে বলে ডাকাতরা হুমকি দেয়।

এ ব্যপারে বন বিভাগের ধানসাগর স্টেশন কর্মকর্তা আব্দুস ছবুর সাংবাদিকদের বলেন, জেলেদের মাধ্যমে আমরা ডাকাতির খবর জেনেছেন।

চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ডাকাতির বিষয়টি খোঁজ খবর নিয়ে ব্যাবস্থা নেওয়া হবে।  

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!