• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নদীতে টিকটক ভিডিও করতে গিয়ে প্রাণ গেল যুবকের


টাঙ্গাইল প্রতিনিধি ফেব্রুয়ারি ২২, ২০২৩, ১১:০৬ এএম
নদীতে টিকটক ভিডিও করতে গিয়ে প্রাণ গেল যুবকের

টাঙ্গাইল: টাঙ্গাইলের পৌলী নদীতে টিকটক ভিডিও করতে গিয়ে পানিতে ডুবে অপু (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ঘারিন্দা ইউনিয়নের নওগাঁ গ্রামে এ ঘটনা ঘটে।

অপু সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের হাতিলা গ্রামের ফজর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে হাতিলা গ্রাম থেকে পাঁচ-ছয়জন যুবক পৌলী নদীর পাড়ে টিকটক ভিডিও করতে যায়। টিকটক করার জন্য সবাই একসঙ্গে নদীতে ডুব দেয়। এ সময় অন্যরা ভেসে উঠলেও অপু নদীতে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবরিদল নদীতে তল্লাশি চালিয়ে অপুর মরদেহ উদ্ধার করে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইদ্রিস মিয়া বলেন, স্থানীয়রা হটলাইন নম্বর থেকে কল করলে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায় ডুবুরিদল। প্রায় ২০ মিনিট অভিযান চালিয়ে লাশ উদ্ধার করতে সক্ষম হই। এরপর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোনালীনিউজ/এম

Wordbridge School
Link copied!