• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মোবাইল ছাড়া আর সকাল ৫টা থেকে পড়াশোনায় শান্তকে প্রথম বানিয়েছে


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৪, ২০২৫, ০৮:৫১ পিএম
মোবাইল ছাড়া আর সকাল ৫টা থেকে পড়াশোনায় শান্তকে প্রথম বানিয়েছে

ফাইল ছবি

নরসিংদীর বেলাবো উপজেলার বারৈচা রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রাক্তন ছাত্র এবং রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থী জাহাঙ্গীর আলম শান্ত দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন। তিনি ভর্তি পরীক্ষায় ৯১.২৫ নম্বর পেয়ে শীর্ষে উঠেছেন।

শান্ত এই বছরের এইচএসসি পরীক্ষায়ও গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছেন। তার প্রাথমিক শিক্ষা ও বিজ্ঞান অনুষদে আগ্রহ, কঠোর অধ্যবসায় এবং একনিষ্ঠ পরিশ্রম তাকে এই সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে।

ভর্তি পরীক্ষায় প্রথম হওয়ায় শান্ত বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর কিছুটা হতাশা হয়েছিল। তিনি দিনে অন্তত আট ঘণ্টা পড়াশোনা করতেন এবং প্রয়োজনের সময় আরও বেশি সময় দিয়েছেন। সকালে ভোর পাঁচটা থেকে সকাল ৮-৯টা পর্যন্ত পড়ার সময় তার সবচেয়ে কার্যকরী সময় ছিল। প্রস্তুতির এক মাস পর মোবাইল ফোন ব্যবহার পুরোপুরি বন্ধ রেখে একটি নির্দিষ্ট স্থানে রাখতেন।

তিনি জানান, ভর্তি পরীক্ষার হলে প্রশ্ন হাতে নেয়ার পর একবার পড়েই মনে হয়েছিল, এটি করা সম্ভব। সাধারণ জ্ঞান বা মানবিক দক্ষতা নিয়ে অতিরিক্ত চিন্তা না করার কৌশল তার প্রস্তুতির অংশ ছিল।

শান্ত কৃতিত্বের মূল চাবিকাঠি হিসেবে তার মাকে উল্লেখ করেছেন। তার বন্ধুদের মাধ্যমে জানতে পারা যে তার মা নামাজ পড়ে তার জন্য দোয়া করছেন, তাকে অনুপ্রাণিত করেছে। শান্ত বলেন, এটি শুনে তার মনে হয়েছিল, মা-বাবার দোয়া থাকলে সে অবশ্যই সফল হবে। শান্তর মা জানিয়েছেন, মোবাইল ছাড়া আর সকাল ৫টা থেকে পড়াশোনায় তাকে প্রথম বানিয়েছে।

এবারের মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষায় মোট ১ লাখ ২০ হাজার ৪৪০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। অনুপস্থিত ছিলেন ২ হাজার ১৯২ জন। বহিষ্কৃত হয়েছেন দুই জন। পরীক্ষায় পাশ করেছেন ৮১ হাজার ৬৪২ জন, যার মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৩১ হাজার ১২৮ জন এবং নারী পরীক্ষার্থী ৫০ হাজার ৫১৪ জন।

এসএইচ 

 

Wordbridge School
Link copied!