• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বৃষ্টিতে ছাদে টিকটক ভিডিও বানাতে গিয়ে বজ্রপাতে তরুণী আহত


শরীয়তপুর প্রতিনিধি জুন ২০, ২০২৩, ০৬:৪৮ পিএম
বৃষ্টিতে ছাদে টিকটক ভিডিও বানাতে গিয়ে বজ্রপাতে তরুণী আহত

শরীয়তপুর: শরীয়তপুর পৌর শহরে বৃষ্টির সময় ছাঁদে গিয়ে বৃষ্টিতে ভিজে টিকটক ভিডিও বানানোর সময় বজ্রপাতে আহত হয়েছেন মেঘলা (২৫) নামে এক তরুণী। তিনি শরীয়তপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (২০ জুন) বিকেলে পৌর শহর সংলগ্ন জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ছাদে এ ঘটনাটি ঘটে।

আহত মেঘলা শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নের চিতুলিয়া গ্রামের বাসিন্দা। তিনি শরীয়তপুর ইসলামী চক্ষু হাসপাতালের আয়া হিসেবে কর্মরত রয়েছেন।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সুমন কুমার পোদ্দার বলেন, মেঘলা নামে বেসরকারি ইসলামীয়া চক্ষু হাসপাতালের এক স্টাফ বৃষ্টিতে ছাঁদে ভিডিও করার সময় বজ্রপাতে আহত হয়েছিল। সে হাসপাতালে ভর্তি আছে। তার অবস্থা এখন নো ডেঞ্জার।

ইসলামী চক্ষু হাসপাতালের পরিচালক মোস্তফা ব্যাপারী বলেন, বিকেল ৩টার দিকে আমাদের হাসপাতালের আয়া মেঘলা ও রিসিপশনিস্ট ইয়াসমিন বৃষ্টিতে ভিজে টিকটক ভিডিও করতে গিয়েছিলেন বলে আমি শুনেছি। ইয়াসমিন সিঁড়ির কাছ থেকে ভিডিও করছিলেন আর ছাদের ওপর মেঘলা নাচছিলেন। হঠাৎ বজ্রপাতে মেঘলা আহত হন। ইয়াসমিনসহ তার সহকর্মীরা মিলে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। এখন তাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। তবে সদর হাসপাতালের ডাক্তার বলেছেন সুস্থ হয়ে যাবে।

সোনালীনিউজ/এম

Wordbridge School
Link copied!