বরগুনা: সরকারি অফিসে জুয়ার আসরে ডিবির অভিযানে বরগুনার বেতাগী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খ ম ফাহরিয়ার সংগ্রাম ওরফে আমিনুল (৪৬) সহ ৫জন জুয়ারিকে আটক করেছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে এগারোটার সময় বেতাগী উপজেলা কমপ্লেক্সে বিআরডিবি কার্যালয় থেকে তাদের কে আটক করা হয়।
আটককৃত সাবেক ইউপি চেয়ারম্যান বরগুনা জেলা পরিষদের বরগুনা জেলা পরিষদের সংরক্ষিত ২ সদস্য নাইমা আক্তার শিমুর স্বামী। সে বেতাগী সদর ইউনিয়নের ঝোপখালী গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে।
আটককৃত অন্যরা হলেন শাহ জালাল (৩৮) পিতা, মৃত আব্দুল গনিসাং, দক্ষিণ বেতাগী মোঃ জসিম উদ্দিন,(৩৫) পিতা, মৃত, হেমায়েত উদ্দিন সাং, উত্তর বেতাগী, মোঃ তোফাজ্জল হোসেন,(৪৫) পিতা, মৃত, সৈয়দ আলী সাং, কেওড়া বুনিয়া, মোঃ ইউনুস(৫৮), পিতা, মৃত, আইউব খান, সাং, ঝোপখালী।
বরগুনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ বশির আলম জানান বেতাগী, রাত মঙ্গলবার রাত সাড়ে এগারোটার সময় বেতাগী বিআরডিবি কার্যালয়ে বসে জুয়া খেলার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বরগুনা ডিবি পুলিশ তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২৫০ পিচ তাস ও নগদ ২৮,২৪০ টাকা জব্দ করে। এ ব্যাপারে আটকৃত জুয়ারিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ।
সোনালীনিউজ/এম/এসআই







































