• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সড়কে পড়ে থাকা লাগেজে মানুষের হাত-পায়ের ৮ টুকরা


চট্টগ্রাম প্রতিনিধি সেপ্টেম্বর ২২, ২০২৩, ১২:১৫ পিএম
সড়কে পড়ে থাকা লাগেজে মানুষের হাত-পায়ের ৮ টুকরা

চট্টগ্রাম: চট্টগ্রামে সড়কের পাশে পড়ে থাকা লাগেজের ভেতর থেকে মানুষের হাত-পায়ের কাটা আটটি টুকরা উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরের পতেঙ্গা থানার ১২ নম্বর ঘাট এলাকা থেকে এগুলো উদ্ধার করে পুলিশ।

জানা যায়, সড়কের পাশে পড়ে থাকা একটি পরিত্যক্ত লাগেজের ভেতরে মানুষের হাত-পায়ের টুকরা দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে লাগেজের ভেতর হাত-পায়ের আটটি টুকরা উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন জানান, ধারণা করা হচ্ছে, কাটা অংশগুলো দুই থেকে তিন দিন আগের। প্রাথমিকভাবে মনে হচ্ছে, কাটা হাত-পায়ের অংশগুলো পুরুষের। কোথাও খুন করে লাশ টুকরা টুকরা করে এখানে ফেলা হতে পারে। এগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, কাটা হাতের অংশের মধ্যে হাতের আঙুলও রয়েছে। আঙুলের ছাপে লাশের পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে জানানো হয়েছে। তারা আজ শুক্রবার আঙুলের ছাপ নেবে। মাথাসহ শরীরের অন্যান্য অংশ খোঁজা হচ্ছে।

এমএস

Wordbridge School
Link copied!