• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

রংপুরে বিএনপির কার্যালয় থেকে পেট্রোল বোমা উদ্ধার


রংপুর ব্যুরো অক্টোবর ২৯, ২০২৩, ০২:০৩ পিএম
রংপুরে বিএনপির কার্যালয় থেকে পেট্রোল বোমা উদ্ধার

রংপুর: রংপুরে বিএনপির দলীয় কার্যালয়ের পিছন থেকে একটি ব্যাগে ৯টি অবিষ্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার করেছে মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ।

রবিবার (২৯ অক্টোবর) দুপুর ১টার দিকে গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান।

ওসি মাহফুজ বলেন, বিএনপি ঢাকা হরতালের দায়িত্ব পালন করছিলাম। পার্টি অফিসের ঠিক পিছনটাতে কেউ একজন ব্যাগ রেখে দৌড় দেয়। তখন আমরা তাকে ধাওয়া দেই কিন্তু সে পালিয়ে যায়। পরে এসে সেই ব্যাগটি পেলে সেটির ভিতরে কাচের বোতলে ৯টি পেট্রোল বোমা উদ্ধার করি। তবে কে রেখে পালিয়েছে সিসি ফুটেজ দেখে তাকে চিহ্নিত করা হবে বলে।

ওসি বলেন, আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। এটি মূলত নাশকতা তৈরীর উদ্দেশ্যেই নিয়ে আসা হয়েছে। আমরা বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবো বলেও জানান তিনি।

এরআগে বিএনপির দলীয় কার্যালয় থেকে মহানগরের আহ্বায়ক শামসুজ্জামান শামু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডন ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বী বাবুকে আটক করে পুলিশ। 

এছাড়াও শনিবার রাত থেকে সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন স্থান থেকে আরও ১৪ জনকে আটক করেছে পুলিশ।

এমএস

Wordbridge School
Link copied!