• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কাভার্ড ভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত


লক্ষ্মীপুর প্রতিনিধি নভেম্বর ১৪, ২০২৩, ১০:৫৯ এএম
কাভার্ড ভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. কাউসার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। আহতদের নাম পরিচয় জানা যায়নি। 

সোমবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার হাজিরপাড়া বাজারে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। নিহত কাউসার সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের আন্ডারঘর এলাকার রহিম উদ্দিন হাজী বাড়ির আবুল কালামের ছেলে। 

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনায় কাউসার নামে একজন মারা গেছেন। আহত ৩ জনকে নোয়াখালী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

সোনালীনিউজ/জেইউবি/এসআই

Wordbridge School
Link copied!