• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নড়াইল-২ আসনে মনোনয়ন ফরম কিনলেন মাশরাফি বিন মোর্ত্তজা


নড়াইল প্রতিনিধি নভেম্বর ২০, ২০২৩, ০৩:২৪ পিএম
নড়াইল-২ আসনে মনোনয়ন ফরম কিনলেন মাশরাফি বিন মোর্ত্তজা

নড়াইল: নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল) আসনে আওয়ামীলীগের মনোনয়ন ফরম কিনেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুবও ক্রীড়া বিষয়ক সস্পাদক এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন-মোর্ত্তজা। সোমবার (২০ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মাশরাফী বিন-মোর্ত্তজার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নড়াইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ সুবাস চন্দ্র বোস। 

এসময় আরো উপস্থিত ছিলেন, লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মুনসী আলাউদ্দীন, সাধারণ সস্পাদক লোহাগড়া পৌর মেয়র আলহাজ সৈয়দ মসিয়ূর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফয়জুল হক রোম,উপজেলা আওয়ামীলীগের যুগ্না-সাধারণ সস্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য শেখ সাজ্জাদ হোসেন মুন্না, আরেক যুগ্না-সাধারণ সস্পাদক মোঃ ওবায়দুর রহমান বিপ্লবসহ জেলা ও লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
 
খুলনার বিভাগের মনোনয়ন ফরম বিক্রির দায়িত্বে থাকা শফিকুল ইসলাম শফিক বিষয়টি নিশ্চিত করেন।

সোনালীনিউজ/এসআই

Wordbridge School
Link copied!