নড়াইল: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজাসহ আরও ৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যদিকে নড়াইল-১ আসন থেকে টানা তিনবারের সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তিসহ মোট ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নড়াইল-১ (সদরের আংশিক ও লোহাগড়া) থেকে মনোনয়নপত্র জমা দেয়া অন্যরা হলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাশরাফি বিন মুর্তজা, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান (সাবেক সংসদ সদস্য), জাতীয় পার্টির এ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. মনিরুল ইসলাম, জাকের পার্টি মো. মিজানুর রহমান মিজান, ইসলামী ঐক্যজোটের মাহাবুবুর রহমান, গণফ্রন্টের মো. লতিফুর রহমান, সতন্ত্র প্রার্থী সাবেক লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমী লিটু ও মো. নূর ইসলাম।
অন্যদিকে নড়াইল-১ (সদরের আংশিক ও কালিয়া) আসন থেকে মোট ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিএম কবিরুল হক মুক্তি, তার স্ত্রী চন্দনা হক (সতন্ত্র) বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির নজরুল ইসলাম, তৃণমূল বিএনপির শ্যামল চৌধুরী, জাতীয় পার্টির মনোনীত লিটন মোল্যা, জাতীয় পার্টি (জেপি) শামীম আরা পারভীন ও সতন্ত্র প্রার্থী সিকাদার মো. শাহাদৎ হোসেন।
এআর







































